'কাকতাড়ুয়া' গল্পে প্রতিফলিত হয়েছে—
i. কুসংস্কারের ক্ষতিকর প্রভাব
ii. বিশেষ পরিস্থিতিতে মানবমনের বিচিত্র অনুভূতির স্বরূপ
iii. ভূত-প্রেত সম্পর্কিত বৈজ্ঞানিক ধারণা
নিচের কোনটি সঠিক?
যে পঞ্জিকায় তারিখ, মাস, তিথি নক্ষত্র ইত্যাদি লেখা থাকে তার নাম কী?
কুষ্ঠিতে কী লেখা থাকে?
শহর থেকে শনু পণ্ডিত কীসে করে বাড়ি ফিরে এসেছিলেন?
শনু পণ্ডিত কোন সময়ের ট্রেনে বাড়ি ফিরে এসেছিলেন?
শনু পণ্ডিত কোথায় গিয়েছিলেন?
শনু পণ্ডিত কেন শহরে গিয়েছিলেন?
“কত আশা। আশার মুখে ছাই!' কার আণার মুখে ছাই পড়েছিল?
কার কাছে সাহায্য চাইতে গিয়ে শনু পণ্ডিতকে রীতিমতো ধমক খেতে হয়েছিল?
শিক্ষা বিভাগের বড় সাহেবের নাম কী ছিল?
শনু পণ্ডিত কার সহযোগিতা পেয়ে স্কুলটি করেছিলেন?
শনু পণ্ডিত কত বছর আগে স্কুলটি দিয়েছিলেন?
আজ থেকে পঁচিশ বছর আগে চৌধুরীর গাঁয়ে থাকার উদ্দেশ্য কী ছিল?
পঁচিশ বছর আগে চৌধুরী কীসের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন?
স্কুল তৈরি করতে জুলু চৌধুরী শহর থেকে কাদের নিয়ে এসেছিলেন?
'নয়া পতন' গল্পের স্কুলটির প্রথম নামকরণ কার নামে করা হয়েছিল?
'জুলু চৌধুরীর স্কুল' মুখ থুবড়ে ভেঙে পড়েছিল কেন?
গ্রামের লোকগুলো উন্মুখ হয়ে কার জন্য অপেক্ষা করছিল?
'আমাগো হেইলাপেইলাগুলা বুঝি মূর্খ থাইকবো'—কথাটি কে বলেছিল?
শহর থেকে ফেরার সময় শনু পণ্ডিতের অবস্থা ছিল— i. ন্যুব্জ দেহii. রুক্ষ চুলiii. হাসিমাখা মুখ