গুণগুণ কোন ধরনের ধ্বনির অনুকৃতি?
ঘেউঘেউ কোন জাতীয় শব্দ?
কোনটি অনুকার শব্দ?
দ্বিরুক্ত শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?
'শনশন বায়ু বয়’- বাক্যটিতে 'শনশন' দ্বিরুক্ত শব্দটি কীভাবে গঠিত হয়েছে?
জোড় 'শব্দের পর আংশিক পরিবর্তনে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে নিচের কোনটিতে?
একই শব্দের সমার্থক (প্রায়) আর একটি শব্দ ব্যবহার করে নিচের কোন শব্দের বিরুক্তি গঠন করা হয়েছে?
এক শব্দ দুইবার ব্যবহার করে নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে কী বলে?
‘কথায় কথায় তোমার কথা এসে গেল' – এখানে কী ধরনের দ্বিরুক্তি 1 ব্যবহার করা হয়েছে?
পদের দ্বিরুক্তি কয় প্রকারে সাধিত হয়?
মনের কোন ভাবের পূর্ণরূপ প্রকাশ পায় কিসে?
কতগুলো পদের সাহায্যে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেলে তাকে কী বলৈ?
বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে কী বলে?
বাক্যের কয়টি অংশ?
সাধারণত কোন কোন পদে বাক্য গঠিত হয়?
কর্তা ক্রিয়ার আগে বসে এর উদাহরণ কোনটি?
বাক্যের একক কী?
একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন?
‘হাতিগুলো আকাশে উড়ছে’— বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
‘বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে'- বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?