পোশাক তৈরির পূর্বে কাপড় কাটার আগে কী তৈরি করে নিতে হয়?
নকশা অনুযায়ী পোশাক তৈরি করলে তা কেমন হয়?
মাপার সময় ফিতা কীভাবে ধরা উচিত?
দেহের মাপ নেওয়ার সময় কীভাবে দাঁড়াতে হবে?
দেহের স্ফীত জায়গায় মাপের সময় ফিতার নিচে কয়টি আঙ্গুল রাখতে হবে?
পোশাক তৈরিতে ফুল হাতার মাপ কব্জি থেকে কত সে.মি. বেশি নিতে হয়?
দেহের মাপ নেওয়ার সময় কোন ধরনের পোশাক পরে নিতে হয়?
পোশাকের লম্বা মাপকে কী বলে?
মেরুদণ্ডের সবচেয়ে উঁচু হাড় থেকে কাঁধের শেষ প্রান্তের উঁচু হাড় পর্যন্ত মাপকে কী বলে?
কাঁধের শেষ প্রান্ত থেকে ইচ্ছেমতো কজি বরাবর কিসের মাপ নিতে হয়?
মুহরি কিসের মাপ?
সালোয়ারের পায়ের ঘেরের মাপকে কী বলে?
কাপড় লম্বালম্বি হাঁটার সুবিধা কোনটি?
কাপড় ছাটার সময় ভাজের কৌশল অবলম্বন করতে হয় কেন?
কাপড় কাটার কাঁচির মাপ কত সে.মি. হবে?
এপ্রোনের প্রান্তধারে কী সেলাই দিতে হয়?
মাপ নেওয়ার সময় লক্ষণীয় বিষয় হলো -
i. নিজে নিজে মাপতে হবে
ii. সোজা হয়ে দাঁড়াতে হবে
iii. ফিটিং ড্রেস পরে নিতে হবে
নিচের কোনটি সঠিক?
কাপড় ছাঁটার পূর্বে শরীরের মাপ নেওয়ার সময়—
i. সোজা হয়ে দাঁড়াতে হয়
ii. বুকের মাপ নেওয়ার সময় পূর্ণ শ্বাস গ্রহণ করতে হয়
iii. নিজের মাপ নিজেই নিতে হয়
কোনটি সঠিক?
পাড়সহ কাপড় ছাঁটতে হয়—
i. উপরের ও নিচের অংশ মিলিয়ে
ii. পাড় পোশাকের নিচের দিকে রেখে
iii. পাড়গুলো আলাদাভাবে হেঁটে
আলেয়ার পোশাক টাইট হওয়ার কারণ কী?