র্যাশ বের হওয়ার কত দিন পর র্যাশের রং হালকা হয়ে যায়?
মাইক্রোব্যাকটিরিয়াল টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা কোন রোগ ছড়ায়?
পোলিও জীবাণু কিসের মাধ্যমে ছড়ায়?
কত বছরের কম বয়সী শিশুরা পোলিওতে বেশি আক্রান্ত হয়?
পোলিও ভাইরাস শরীরে প্রকাশ পেতে কতদিন সময় লাগে?
পোলিওতে আক্রান্ত হলে কত দিনের মধ্যে হাত বা পা অবশ হয়ে যায়?
পোলিও আক্রান্ত শিশুর কখন মৃত্যু হতে পারে?
কত ভোজ পোলিও টিকা খাওয়ালে শিশু পোলিও থেকে রক্ষা পাবে?
মাস রোগটি কোন বয়সের শিশুদের বেশি হয়?
মাম্পস রোগটি কোন সময় বেশি হয়?
রোগ সংক্রমিত হওয়ার কত সপ্তাহের মধ্যে মাম্পস রোগের লক্ষণ প্রকাশ পায়?
হামের রোগীকে তরল খাবার দেওয়ার কারণ-
i. সহজে যেন খেতে পারে
ii. পরিমাণে বেশি গ্রহণ করতে পারবে
iii. গলার ভেতর যেন আটকে না যায়
নিচের কোনটি সঠিক?
যক্ষ্মা রোগের লক্ষণ-
i. অল্প অল্প জ্বর ও কাশি হয়
ii. মাথার তালুর অগ্রভাগ দেবে যায়
iii. নাড়ির স্পন্দন ক্রমাগত দ্রুত হয়
তৃণাকে এই অবস্থায় কী ধরনের খাবার দিতে হবে?
তৃণার পরিচর্যার ব্যাপারে তার মায়ের করণীয়-
i. আলাদা ঘরের ব্যবস্থা করবেন
ii. ব্যবহৃত জিনিসপত্র আলাদা রাখবেন
iii তৃণার, পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে লক্ষ রাখবেন
নিচের কোনটি সঠিক ?
কোন টিকা ধনুষ্টংকার থেকে রক্ষা করে?
মাইক্রো-ব্যাকটিরিয়াল টিউবারকুলোসিস প্রতিরোধে কোন টিকা দিতে হয়?
বিসিজি টিকা দেওয়ার কতদিন পর টিকার স্থান লাল হয়ে ফুলে যায়?
পোলিও রোগ প্রতিরোধ করে কোন টিকা?
কোন রোগের জন্য ওপিভি টিকা দেওয়া হয়?