সমবায় সমিতির অন্যতম বৈশিষ্ট্য হলো-
i. একটি সাধারণ সিলমোহর আকারেii. সদস্যদের দায় অসীমiii. সমিতির নামে যেকেউ মামলা করতে পারবে
নিচের কোনটি সঠিক?
যে অবস্থার প্রেক্ষিতে সমবায় সংগঠনের উদ্ভব হয়-i. শিল্পবিপ্লবের ফলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার উদ্ভব এবং মুষ্টিমেয় লোকের হাতে ধনসম্পদ কুক্ষিগত হওয়াii. ধনিক শ্রেণি কর্তৃক সমাজের দুর্বল ও শ্রমিক শ্রেণিকে শোষণiii. সমাজের দুর্বল ও শ্রমিক শ্রেণির আর্থসামাজিক কল্যাণসাধন
সমবায় উপবিধিতে উল্লেখ থাকবে-i. সমিতির নামii. সমিতির উদ্দেশ্যiii. মূলধনের বিবরণ
সমবায় সমিতি নিবন্ধনের জন্য কত টাকার ট্রেজারি চালান প্রয়োজন—i. ৫০ অথবা ৩০০ টাকারii. ১০০০ অথবা ৫০০০ টাকারiii. ৩,০০০ অথবা ১০,০০০ টাকার
সমবায়ের আরেকটি নীতি কী?
সমবায়ের মৌলিক আদর্শ কী?
সমবায় সদস্যদের কয়টি ভোটাধিকার থাকে?
সমবায় সমিতি আইনগতভাবে অস্তিত্ব লাভ করে?
'একতাই বল' কোন সংগঠনের মূলমন্ত্র ?
“আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।” লাইন দুইটি কোন সংগঠনটি অনুসরণ করে?
ভূমিহীনদের জন্য সরকারি কর্মসূচির আওতায় প্রাথমিক সমবায় সমিতি গঠিত হলে এজন্য ট্রেজারি চালান কত হবে?
সমাজের নির্যাতিত ও নিষ্পেষিত জনগোষ্ঠীর আদর্শ সংগঠন কোনটি?
সমবায়ের সাম্য নীতি দ্বারা প্রতিফলিত হয়-i. সমান অবস্থানii. সমান অংশগ্রহণiii. স্বজনপ্রীতিনিচের কোনটি সঠিক?
সমবায়ের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হলো—i. সামাii. সকলের সমান অবস্থানiii. সকলের সমান অংশগ্রহণ
সমবায়ের সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হলো—i. পারস্পরিক আস্থাii. পারস্পরিক বিশ্বাসiii. পারস্পরিক সহযোগিতা
নিচের কোনটি সঠিক ?
সমবায় সমিতির নীতি হলো-i. আত্মকর্মসংস্থান সৃষ্টিii. গণতান্ত্রিক মানসিকতাiii. পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ
সমবায় সমিতির মূলমন্ত্র হচ্ছে—i. সকলের তরে সকলে আমরাii. পরের কারণে স্বার্থ দিয়ে বলিii. প্রত্যেকে আমরা পরের তরে।নিচের কোনটি সঠিক?
দেশের যুবসমাজকে কীভাবে সমবায়ের দিকে উৎসাহিত করা যায়?i. সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমেii. উপযুক্ত প্রশিক্ষণ দানের মাধ্যমেiii. গণমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমেনিচের কোনটি সঠিক?
তোমাদের প্রতিষ্ঠানের সর্বনিম্ন সদস্যসংখ্যা কত হবে?
তোমাদের প্রতিষ্ঠানটির অর্জিত মুনাফার কত টাকা সঞ্চয় তহবিলে জমা দিতে হবে?