কোনটি জেনেও উদ্যোক্তা ব্যবসায় স্থাপন ও পরিচালনা করেন?
মি. হাসিম তার ফার্মেসি ব্যবসায় হতে ২০১৫ সালে ২,০০,০০০ টাকা প্রত্যাশা করলেও বাস্তবে ১,৫০,০০০ টাকা মুনাফা পেয়েছে। এটি তার ব্যবসায়ের কোন ধরনের ঝুঁকি?
ব্যবসায়ের উৎপাদিত পণ্য/সেবার চাহিদা হ্রাস পেয়ে ব্যবসায়ের অর্জিত মুনাফা হ্রাস পাওয়ার সম্ভাবনাকে কী বলে?
ব্যবসায় উদ্যোগের ঝুঁকি নিরসনে কোনটি প্রয়োজন?
ব্যবসায় স্থাপন ও সুষ্ঠুভাবে পরিচালনা কী ধরনের কাজ?
কোনটি উদ্যোক্সকে ব্যর্থতার মুখ দেখাতে পারে?
ব্যবসায় উদ্যোগ সহায়তা করে -i. সঠিকভাবে ঝুঁকি পরিমাপ করতেii. পরিমিত ঝুঁকি নিতেiii. ঝুঁকিমুক্তভাবে ব্যবসা করতে
নিচের কোনটি সঠিক?
একজন সফল উদ্যোক্তা সর্বদা-i. ঝুঁকি আগেই নিরূপণ করেনii. ঝুঁকি হ্রাসের ব্যবস্থা নেনiii. পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ করেন
জনাব আশরাফের উৎপাদিত পণ্যের চাহিদা কমে যাওয়ার আশঙ্কাকে কী বলে?
প্রত্যাশিত মুনাফা অর্জিত না হওয়াকে কী বলে?
যেকোনো পরিকল্পনাকে ব্যর্থতায় পর্যবসিত করতে পারে—i. পরিমিত ঝুঁকিii. মাত্রাতিরিক্ত ঝুঁকিiii. অতি আত্মবিশ্বাসনিচের কোনটি সঠিক?
ব্যবসায় স্থাপন ও সুষ্ঠুভাবে পরিচালনা কাজটি-i. চ্যালেঞ্জমূলকii. অর্থনৈতিকiii. ঝুঁকিপূর্ণনিচের কোনটি সঠিক?
বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান পরিবেশ-
ব্যবসায় উদ্যোগ উন্নয়নে কোনটি অন্যতম বাধা?
বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা কোনটি?
কোনটি বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা নয়?
আমাদের দেশের শিক্ষাব্যবস্থা সাধারণত কীসের ওপর প্রতিষ্ঠিত?
দরিদ্র রনির মনিহারির দোকান প্রতিষ্ঠার খুব আগ্রহ থাকা সত্ত্বেও তা চালু না করতে পারার প্রধান কারণ হলো-
ব্যবসায় উদ্যোগ উন্নয়নে অন্যতম কাজ কোনটি?
ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা হলো-i. সুষ্ঠু পরিকল্পনার অভাবii. চাকরির প্রতি অধিক আগ্রহiii. বৃত্তিমূলক শিক্ষার পর্যাপ্ততা