বিজ্ঞাপন কীসের কাজ?
Trade কী?
ভোক্তার নিকট পণ্য বা সেবা প্রেরণের সকল বাধা দূর করে—
ক্রেতা বা ভোক্তাদের নিকট পণ্য ও সেবা বণ্টনের কার্যাবলিকে কী বলে?
ব্যবসায়ের পণ্য বন্টনকারী শাখা কোনটি?
সম্পদ সংগ্রহকরণ, পণ্যদ্রব্য ও সেবাকর্মাদি উৎপাদন ও বণ্টন এবং উৎপাদন ও বণ্টনের সহায়ক কার্যকলাপ কী উদ্দেশ্যে সম্পাদিত হয়?
পণ্যের স্বত্বগত/মালিকানাগত উপযোগ সৃষ্টি ব্যবসায়ের কোন শাখার আওতায় পড়ে?
কোনটিকে আধুনিককালে ব্যবসায় টু ব্যবসায় বলে অভিহিত করা হয়?
তারেক মিয়া ১০,০০,০০০ টাকা দিয়ে একটি ট্রাক ক্রয় করে ভাড়ার বিনিময়ে পণ্যদ্রব্য একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যায়। তারেক মিয়ার ব্যবসায়টি ব্যবসায়ের কোন শাখায় পড়ে?
রবি চৌধুরী তার উৎপাদিত মোমবাতি ভোক্তাদের নিকট পৌঁছানোর জন্য ব্যবস্থা গ্রহন করেন। রবি চৌধুরী কাজকে কী বলা হয়?
শিল্পে উৎপাদিত পণ্য বা সেবাসামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর ক্ষেত্রে সংঘটিত বাধা দূর করে কোনটি?
বাণিজ্যের বিভিন্ন কর্মকাণ্ডকে কী বলে অভিহিত করা হয়?
বৈদেশিক বাণিজ্য কয় ধরনের হয়ে থাকে?
ব্যবসায়ের স্বত্বগত বাধা দূর করে কোনটি?
রাজশাহী থেকে আম কিনে ঢাকায় বিক্রয় করা হলে পণ্যের কী সৃষ্টি হয়?
মালিকানাসংক্রান্ত বাধা দূরীকরণে বাণিজ্যের কোন উপাদানটি ভূমিকা রাখে?
চাপাইনবাবগঞ্জের আম সব জেলায় কীভাবে পাওয়া গেছে?
জনাব জাকির তার পুরাতন মোবাইলটি বিক্রি করে মালিকানাসংক্রান্ত বাধা দূর করতে বাণিজ্যের কোন উপাদানের সহায়তা নিবেন?
পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয় কোনটির মাধ্যমে?
গুদামজাতকরণ বাণিজ্যে-