প্রমিতকরণের ক্ষেত্রে পণ্যকে ভাগ করা হয় যে অনুযায়ী সেটি হলো-i. পণ্যের গুণাগুণii. পণ্যের রংiii. পণ্যের আকারনিচের কোনটি সঠিক?
পণ্য আবৃত করাকে কী বলে?
বণ্টনপ্রণালির ধরন কীসের ওপর নির্ভর করে?
ভোক্তার সাথে সরাসরি সংযোগ স্থাপন করে কে?
ক্রেতারা বণ্টনপ্রণালিতে অবস্থান করে-i. প্রথম স্তরেii. মধ্যবর্তী স্তরেiii. সর্বশেষ স্তরেনিচের কোনটি সঠিক?
কোনটির মাধ্যমে খুব সহজেই ক্রেতাসাধারণকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়?
কোনটির দ্বারা স্থায়ী গ্রাহক সৃষ্টি হয়?
সুন্দর হাসি একজন বিক্রয়কর্মীর কোন ধরনের গুণাবলির অন্তর্ভুক্ত?
'আত্মবিশ্বাস' বিক্রয়কর্মীর কোন ধরনের গুণ?
মেলামেশার ক্ষমতা বিক্রয়কর্মীর কোন ধরনের গুণ?
বিক্রয়িকতা হলো বিক্রয়কর্মীর কৌশল। যার প্রয়োগ করে সে গ্রাহকদের আকৃষ্ট ও স্থায়ী গ্রাহকে পরিণত করে। কিন্তু বাংলাদেশে বিক্রয়কর্মীর অবস্থা সে মানের নয়। এর কারণ-
i. তারা উচ্চাকাঙ্ক্ষীii. তাদের বেতন ও সুযোগ সুবিধা ভালো নয়iii. বিক্রয় কলা সম্পর্কে তাদের কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না
নিচের কোনটি সঠিক?
একজন বিক্রয়কর্মীর মানসিক গুণাবলির আওতাভুক্ত হলো-i. আগ্রহ ও আন্তরিকতাii. তীক্ষ্ণ বুদ্ধিমত্তাiii. আত্মবিশ্বাসনিচের কোনটি সঠিক?
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে নারী উদ্যোক্তাদের সহজ শর্তে কোন প্রতিষ্ঠান অধিকতর ঋণ সুবিধা দিচ্ছে?
বিপণন কোন ধরনের সহায়তা?
উদ্দীপনামূলক সহায়তা কোনটি?
সাফিন ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করার চিন্তা করছে। তার জন্য সহায়তা প্রয়োজন-i. উদ্দীপনামূলকii. সমর্থনমূলকiii. সংরক্ষণমূলকনিচের কোনটি সঠিক?
জনাব জুয়েল মিয়াকে প্রদত্ত শিল্প ব্যাংকের সহায়তাসমূহকে তুমি কী ধরনের সহায়তা হিসেবে গণ্য করবে?
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ কোন ধরনের প্রতিষ্ঠান?
সরকারি প্রাতিষ্ঠানিক সহায়তার মধ্যে রয়েছে- i. বাংলাদেশ শিল্প ব্যাংকii. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থাiii. বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য সংস্থানিচের কোনটি সঠিক?
২০১২ সালে বিসিকের কততম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়?