ঝুঁকি ব্যবসায়ের কী?
পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা—
পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা, হাঁস-মুরগি পালন করা, শাক-সবজি চাষ করা-
মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে বলা হয়-
পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, বিনিময় ও এর সহায়ক কাজের সমষ্টিকে কী বলে?
ব্যবসায়ের সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই কী থাকতে হবে?
অনিক শাহা অতি মুনাফার লোভে কাঁচা আম রাসায়নিক দ্রব্যের মাধ্যমে পাকিয়ে বিক্রয় করেন। এটি কোন ধরনের কর্মকান্ড?
ইশতিয়াক মাদকদ্রব্য বিক্রয় করে বিত্তশালী হয়েছেন। তার কাজটি ব্যবসায় বহির্ভূত হওয়ার প্রধান কারণ হলো—
শরীফ রেস্টুরেন্টে মরা মুরগি কম দামে ক্রয় করে ভোক্তাদেরকে পরিবেশন করেন। এটি তার কোন ধরনের কর্মকাণ্ড?
ব্যবসায়ের উদ্ভব ঘটে—i. অর্থনৈতিক কর্মকাণ্ডকে ঘিরেii. লেনদেনকে ঘিরেiii. সংস্কৃতিকে ঘিরেনিচের কোনটি সঠিক?
অর্থনৈতিক কাজ-i. হাঁস-মুরগি পালনii. ওষুধ বিক্রয়iii. বিউটি পার্লারনিচের কোনটি সঠিক?
যেকোনো অর্থনৈতিক কাজ ব্যবসায়ের অন্তর্ভুক্ত হবে যদি সেটি-i. শখের বশে করা হয়।ii. মুনাফা অর্জনের জন্যে করা হয়।iii. জীবিকা নির্বাহের জন্যে করা হয়।নিচের কোনটি সঠিক?
মধুর কাজটি কোন জাতীয়?
মধুর কাজটিকে ব্যবসায় বলা যায়, কেননা-i. এটি অর্থনৈতিক কর্মকাণ্ডii. তার উদ্দেশ্য মুনাফা অর্জনiii. তার উদ্দেশ্য জীবিকা নির্বাহনিচের কোনটি সঠিক?
ব্যবসায় অন্য সব পেশা থেকে আলাদা কেননা ব্যবসায়ের রয়েছে—i. আর্থিক মূল্যii. সেবার মনোভাবiii. ঝুঁকিনিচের কোনটি সঠিক?
ব্যবসায়ের অন্যতম কাজ হলো-i. চাহিদা নিরূপণii. পণ্য উৎপাদনiii. পরামর্শ প্রদাননিচের কোনটি সঠিক?
ব্যবসায় হলো-i. পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদনii. পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদনiii. মুনাফার আশায় সবজি চাষনিচের কোনটি সঠিক?
মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসায় হিসেবে গণ্য হওয়ার পূর্বশর্ত হলো-i. দেশের প্রচলিত আইনে বৈধ হওয়াii. সুবিধাজনক স্থান নির্বাচন করাiii. সঠিক উপায়ে পরিচালিত হওয়া
নিচের কোনটি সঠিক?
ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দিক হলো-i. সামাজিক দায়বদ্ধতাii. নৈতিকতাiii. রক্ষণশীলতা
ব্যবসায়ের উৎপত্তির পেছনে মূল কারণ কোনটি?