ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিপণন থেকে বিরত থাকা কীসের অন্তর্ভুক্ত?
মি. সুজন একটি বেকারির মালিক। তিনি মেয়াদউত্তীর্ণ রুটি বিক্রয় করেন না। মি. সুজনের ব্যবসায়ে লক্ষণীয় বিষয় কোনটি?
ব্যবসায় প্রতিষ্ঠানকে মেনে চলতে হয়-i. নৈতিকতাii. সামাজিক দায়বদ্ধতাiii. স্বজনপ্রীতিনিচের কোনটি সঠিক?
মূল্যবোধ ও নৈতিকতাবোধ মানুষের জীবনে নির্দেশনা দেয়-i. ইতিবাচকii. মঙ্গলময়iii. কল্যাণময়নিচের কোনটি সঠিক?
মূল্যবোধ ও নৈতিকতাবোধ মানুষকে সাহায্য করে-i. ন্যায়-অন্যায়ের পার্থক্য চিহ্নিত করতেii. ঠিক-বেঠিকের পার্থক্য চিহ্নিত করতেiii. ভালো-মন্দের পার্থক্য চিহ্নিত করতেনিচের কোনটি সঠিক?
শিক্ষকের নৈতিক দায়িত্বের আওতাভুক্ত হলো-i. শিক্ষার্থী পড়াশুনায় মনোযোগী না অমনোযোগী তা দেখাii. শিক্ষার্থী বাড়ির কাজ ঠিকমতো করছে কিনা তা দেখাiii. শিক্ষার্থী ভুল সংশোধন করে দেওয়ানিচের কোনটি সঠিক?
অতিরিক্ত লাভের আশায় পণ্যের কৃত্রিম অভাব সৃষ্টি করে বেশি দাম। ধার্য করলে তা হবে-i. বেশি মুনাফা অর্জনের একটি কারণii. নৈতিকতার পরিপন্থিiii. ভোক্তাদের শোষণের একটি পন্থা
নিচের কোনটি সঠিক?
ব্যবসায়ে নৈতিকতার পরিপন্থি কাজ হলো-i. সীমিত লাভে পণ্য বিক্রয়ii. পণ্যের কৃত্রিম অভাব সৃষ্টিiii. জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য বিক্রয়
অসাধু ব্যবসায়ী আকাশ মাছ না পচার জন্য মাছে ফরমালিন মিশিয়েছে। আকাশের কাজটির ফলে-i. ভোক্তার আস্থা নষ্ট করেছেii. পণ্যসামগ্রী প্রাপ্তি সহজতর করেছেiii. মানসম্মত পণ্য সরবরাহে ব্যর্থ হয়েছে
আজকাল ব্যবসায়ী বিভিন্ন রকম ফল নষ্ট না হওয়ার জন্য ফরমালিন ব্যবহার করে থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ধরনের কাজ-i. ভোক্তার আস্থা নষ্ট করেii. পণ্যপ্রাপ্তি সহজ করেiii. মানসম্মত পণ্য সরবরাহ করতে ব্যর্থ হয়
বাংলাদেশে ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে নৈতিকতার প্রয়োগ কীরূপ?
মানুষ কী খেয়ে নানারকম ব্যাধিতে আক্রান্ত হচ্ছে?
খাদ্যদ্রব্যে ভেজাল কোন ধরনের কাজ?
আমাদের সমাজ থেকে ব্যবসায়ীদের অনৈতিক কার্যকলাপ রোধ করতে না পারলে কী অপেক্ষা করছে?
ব্যবসায় সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কোনটির ভূমিকা অপরিসীম?
সুমন তার রেস্টুরেন্টে মরা মুরগির মাংস ক্রেতাদের নিকট বিক্রয় করেন। এটি কোন ধরনের কার্যকলাপ?
ব্যবসায়ে স্থায়িত্ব ও মুনাফা নির্ভর করে-
জনাব হেলাল কোন ধরনের কার্যক্রম করত?
তাপসের কার্যক্রমটি কোন ধরনের?
তাপস নৈতিকতা রক্ষা করতে পারে-i. মজুদ বন্ধের মাধ্যমেii. কৃত্রিম সংকট সৃষ্টি না করেiii. পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করে