ঋণপ্রার্থী উদ্যোক্তার ন্যূনতম কত বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে?
বাণিজ্যিক ব্যাংকের সহায়তা কর্মসূচির লক্ষ্য হলো-i. ক্ষুদ্র শিল্পের প্রসারii. মাঝারি শিল্পের প্রসারiii. অর্থনৈতিক উন্নয়ননিচের কোনটি সঠিক?
বাণিজ্যিক কার্যক্রমে নিয়োজিত ব্যাংক-i. সোনালী ব্যাংকii. শিল্প ব্যাংকiii. অগ্রণী ব্যাংক
নিচের কোনটি সঠিক?
রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলো-i. অগ্রণী ব্যাংকii. রূপালী ব্যাংকiii. সোনালী ব্যাংক
বাণিজ্যিক ব্যাংকের ঋণসীমা হলো-i. সর্বনিম্ন ৫০ হাজার টাকাii. সর্বোচ্চ ১০ কোটি টাকাiii. সর্বনিম্ন ১০ হাজার টাকা
ঋণের জন্য আবেদন করার অযোগ্য হলেন-i. দেউলিয়াii. ঋণখেলাপিiii. উন্মাদ ও জড়বুদ্ধিসম্পন্ন ব্যক্তিনিচের কোনটি সঠিক?
বাণিজ্যিক ব্যাংকের ঋণপ্রাপ্তির যোগ্যতা হলো-i. উদ্যোক্তার ২ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতাii. ১৮ থেকে ৬০ বছর বয়সiii. দেউলিয়া নয়নিচের কোনটি সঠিক?
Bangladesh Small Industries and Commerce Bank Limited এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে-'
বেসিক ব্যাংক কত সালে নিবন্ধিত হয়?
কত সালের কোম্পানি আইনের অধীনে বেসিক ব্যাংক নিবন্ধিত হয়?
বেসিক ব্যাংক কখন থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করে?
বর্তমানে বেসিক ব্যাংক কত সালের ব্যাংকিং কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে?
বেসিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে কেন?
বেসিক ব্যাংক মোট ঋণযোগ্য তহবিলে কত শতাংশ ক্ষুদ্র ও 'কুটিরশিল্পে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ?
বর্তমানে বেসিক ব্যাংক কী কী কার্যক্রম পরিচালনা করছে?i. বাণিজ্যিকii. উন্নয়নমূলকiii. রক্ষণাবেক্ষণমূলকনিচের কোনটি সঠিক?
বেসিক ব্যাংক সম্পর্কে যথার্থ হলো-i. ১৯৮৮ সালে নিবন্ধিতii. ১৯৮৯ সালে কার্যক্রম শুরু করেiii. ব্যাংকিং কোম্পানি আইন ১৯৯১ অনুযায়ী পরিচালিতনিচের কোনটি সঠিক?
শিল্পক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়?
মি. আজাদ বিটাক থেকে যে বিষয়ে সহায়তা পেতে পারেন তা হলো-i. কারিগরি দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণii. ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণiii. নতুন যন্ত্রপাতির সাথে পরিচিত হওয়ানিচের কোনটি সঠিক?
জনাব রাশেদের সহায়তাকারী প্রতিষ্ঠানের নাম কী?
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ জনাব রাশেদকে কী ধরনের সহায়তা করতে পারে?i. গবেষণায় আরও উৎসাহিত করাii. গবেষণা পরিচালনায় পরামর্শদানiii. আবিষ্কৃত তত্ত্ব বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহারনিচের কোনটি সঠিক?