মার্জিত ব্যবহার আদর্শ বিক্রয়কর্মীর কোন ধরনের গুণাবলি?
জিঙ্গেল কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যমের অন্তর্ভুক্ত?
ক্রেতা আকর্ষণ করার কৌশল বা দক্ষতাকে কী বলে?
ক্রয়ের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়?
বিপণন গবেষণার মূল বিষয়-
বিক্রয় কাজ সহজ হয় কোনটির মাধ্যমে?
মান অনুযায়ী পণ্য বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে কী বলে?
গুদামজাতকরণ পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ঔষধ কোম্পানি কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করে?
পণ্যের মালিকানা কীভাবে হস্তান্তর হয়?
বিপণনের অন্যতম কাজ কী?
উৎপাদক ও ভোক্তার সেতুবন্ধ রচনা করে?
আদর্শ বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলি কোনটি?
উৎপাদক ও ভোক্তার সাথে সেতুবন্ধ তৈরি করে কে?
বিজ্ঞাপনের প্রধান মাধ্যম কোনটি?
একজন বিক্রয়কর্মীকে অবশ্যই কোনটি হতে হবে?
বিপণনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়- i. সময়গতii. স্থানগতiii. স্বত্বগতনিচের কোনটি সঠিক?
বিপণন যে ধরনের উপযোগ সৃষ্টি করে তা হলো- i. মালিকানাগত ii. স্থানগতiii. সময়গতনিচের কোনটি সঠিক?
পণ্যদ্রব্য বা সেবাসামগ্রী ক্রয়-বিক্রয়ের কাজকে কী বলে?
ক্রয় ও বিক্রয়মূলক কাজকে বিপণন বলা হয় কোন অর্থে?