আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয়-
i. অতিরিক্ত মূলধন সংগ্রহ
ii. সঠিক পণ্য নির্বাচন
iii. সঠিক কর্মী নির্বাচন
নিচের কোনটি সঠিক?
কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অংশকে কী বলে?
কলারোয়া গ্রামের মানুষ কোন মাধ্যমে আম বিক্রি করে ন্যায্যমূল্য পাচ্ছে?
নতুন পদ্ধতির ফলে কলারোয়া গ্রামের লোকজন-
i. আমের প্রকৃত মূল্য পাবে
ii. জীবনযাত্রার মান উন্নত করতে পারবে
iii. পারস্পরিক আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারবে
বিমার কয়টি পক্ষ থাকে?
ফ্রানসাইজিং ব্যবসায়ের পক্ষ হলো-
i. সরকার
ii. ফ্রানসাইজার
iii. ফ্রানসাইজিং
ব্যবসায় পরিকল্পনা প্রণয়নে মাইক্রোস্কিনিং এর উপাদান হলো---
i. স্থানীয় বাজারে পণ্যটির বিকল্প পণ্য খোঁজা
ii. মূলধন সংগ্রহের সুদের হার বিবেচনা করা
iii. উৎপাদিত পণ্যের কাঠামালের সহজলভ্যতা
সহায়তার ধরন অনুযায়ী সংরক্ষণমূলক সহায়তা কোনটি?
কুটিরশিল্পের সর্বোচ্চ জনবল কতজন?
জনাব সাইফুল ব্যবসায়ের ক্ষেত্রে নেতাকর্মীদের মতামতের প্রাধান্য দেন না। জনাব সাইফুলের নেতৃত্বের ধরন কোনটি?
কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বণ্টনকে কী বলা হয়?
কোনটি সমর্থনমূলক সহায়তা?
মহিলা অধিদপ্তরে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করে--
i. হাঁস-মুরগি পালনে
ii. বুনন শিল্পের কাজে
iii. লবণ তৈরির কাজে
একজন ব্যবসায়ীর প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের প্রতি দায়িত্ব-
i. চাকরির নিরাপত্তা বিধান করা
ii. মানসম্মত পণ্য সরবরাহ করা
iii. উপযুক্ত পারিশ্রমিক ও আর্থিক সুবিধা দেওয়া
নৈতিকতা মানুষের কোনটির সাথে জড়িত?
বনি ও জনি চুক্তি অনুযায়ী ব্যবসায় শুরু করলেন। তাদের ব্যবসায়টি কোন ধরনের?
কোন কোন কৃষিপণ্য সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়?
কোন ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়?
কার্যকর বিপণন কোনটি বৃদ্ধিতে সহায়তা করে?
বিজ্ঞাপনের মাধ্যম কোনটি?