উদ্যোক্তা কোন ধরনের কাজ করতে বিশেষ আনন্দ পান?
কিসের আবিষ্কারের ফলে সমুদ্র ও স্থলপথের ব্যবসায় বাণিজ্যের বৈপ্লবিক পরিবর্তন আসে?
রিচার্ড ক্যানটিলন ধারণা দেন যে শিল্পোদ্যোক্তাগণকে-
i. অনিশ্চিত পরিবেশে কার্য সম্পাদন করতে হয়
ii. মুনাফার জন্য কার্য সম্পাদন করতে হয়
iii. সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঝুঁকি গ্রহণ করতে হয়
নিচের কোনটি সঠিক?
ডেভিড ম্যাকলিল্যান্ড উদ্যোক্তা সম্পর্কে মতবাদ প্রদান করেন কত সালে?
বিল গেটস হলেন সফটওয়্যার নির্মাতা। এক্ষেত্রে বিল গেটসকে কী হিসেবে অভিহিত করা হয়?
উদ্যোক্তা হচ্ছেন একজন প্রতিনিধি - এটি কার উক্তি?
একজন উদ্যোক্তার প্রধান কাজ কোনটি?
উদ্যোক্তার কাছে পণ্যের কোনটি অনিশ্চিত?
ব্যবসায় উদ্যোগের ফলাফল কী?
উদ্যোক্তা তার উদ্যোগের জন্য-
i. পরিকল্পনা গ্রহণ করেন
ii. নির্দেশনা দান করেন
iii. নিয়ন্ত্রণ পদ্ধতি নির্ধারণ করেন
ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য হলো-
i. ইতিবাচক ও অর্থনৈতিক কাজ
ii. শিক্ষা ও অভিজ্ঞতানির্ভর
iii. ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান
ব্যবসায় উদ্যোগ কোন বিষয়টিকে বাস্তবে রূপাদান করে?
ব্যবসায় উদ্যোগের প্রথম কাজ কোনটি?
কোনটি উদ্যোক্তার কাজের অন্তর্ভুক্ত?
উদ্যোক্তা যা করেন-
i. কর্মসংস্থান
ii. আত্মকর্মসংস্থান
iii. ঋণদান
অন্যের ওপর প্রভাববিস্তারের ক্ষমতা উদ্যোক্তার কোন ধরনের গুণ?
সফল উদ্যোক্তার গুণাবলি হলো-
i. সৃজনশীল মানসিকতা
ii. সাফল্যার্জনের স্পৃহা
iii. ঝুঁকি গ্রহণের মানসিকতা
পুরাতন ও নতুন প্রযুক্তি সম্পর্কে সফল উদ্যোক্তার ধারণা কী রকম?
একজন সফল উদ্যোক্তার গুণ কোনটি?
সফল উদ্যোক্তা পরিতৃপ্তি ও অসীম আনন্দ পান কোন ক্ষেত্রে?