নিউক্লিয়াসের ব্যাসার্ধ থেকে পরমাণুর ব্যাসার্ধ কতগুণ বড়?
সূর্যের ভর কত?
6 × 1024
7 × 107
2 × 1010
7 × 10-7
যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে কী বলে?
আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক একক কোনটি?
দৈর্ঘ্যের একক নির্ধারণে কার ভূমিকা রয়েছে?
যে একক মৌলিক এককের সাহায্যে প্রতিপাদিত হয়েছে তার নাম কী?
নিচের কোন রাশিটির একক লব্ধ একক?
কোনটি মৌলিক একক?
জনাব কাদিরের তোয়ালে কারখানাটি কোন শিল্পের অন্তর্গত?
সাধারণত এ ধরনের ব্যবসায়ের আকার নির্ধারণ করা হয়—i. বিনিয়োজিত মূলধনের পরিমাণ দ্বারাii. ব্যবসায়টি কোন ধরনের পণ্য উৎপাদন করে তার দ্বারাiii. নিয়োজিত কর্মচারীর সংখ্যা দ্বারানিচের কোনটি সঠিক?
কোনটি সেবা শিল্প?
বাংলাদেশে সম্ভাবনাময় আয়বর্ধক বৃহৎ শিল্প কোনটি?
কোন শিল্পটির মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়।
কুটিরশিল্পের সর্বোচ্চ জনবল কতজন?
শিল্পকে কয়ভাগে ভাগ করা হয়?
সেবামূলক মাঝারি শিল্পে সর্বোচ্চ শ্রমিক সংখ্যা কতজন?
এসএসসি পাস শাহানা বেগম সামান্য পুঁজি ও পরিবারের সদস্যদের নিয়ে একটি সেলাইয়ের কাজ হাতে নেন। বিভিন্ন ধরনের শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি ও ফতুয়া কারুকাজসহ বিভিন্ন নকশিকাঁথা সেলাই করেন। তিনি এখন স্বাবলম্বী। শাহানার কাজটি কোন শিল্পের অন্তর্গত?
কুটিরশিল্পের কাঁচামাল পাওয়া যায়-
সেবামূলক মাঝারি শিল্পে নিয়োজিত শ্রমিক সংখ্যা কতজন?
নাটোর কোন বিভাগের অনুন্নত জেলা?