জনাব মামুন ব্যবসায়ের কাজের জন্য কম্পিউটারের কোর্স করেছেন। যদিও তিনি টাইপরাইটোরের কাজ পারেন। মামুন সাহেব পুরাতন ও নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা নিয়ে সময় উপযোগী করেছেন কেন?
কবির সাহেব একজন সফল উদ্যোক্তা। তিনি ব্যবসায়ের জন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনটির সাহায্য নিবেন?
দেশে কোনটির সম্প্রসারণ করলে নতুন উদ্যোক্তারা পুঁজির যোগান পাবে?
বাংলাদেশের জাতীয় উৎপাদনের কত ভাগ সেবা খাত থেকে আসে?
জনাব আসলাম শহরে একটি ইস্পাত কারখানা স্থাপন করলে তার ব্যবসায়টি কোন ক্ষেত্রে অবদান রাখবে?
কোনটির মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব?
দরিদ্র রুবেলের মুদির দোকান স্থাপন খুব ইচ্ছা থাকা সত্ত্বেও সে তা চালু করতে পারছে না। এর প্রধান কারণ কোনটি?
কোনটির কারণে বিদেশিরা এদেশে শিল্প কলখারখানা স্থাপনের বেশি অনুৎসাহিত হতে পারেন?
ব্যবসায় উদ্যোগ বলতে বোঝায়-
i. মুনাফা অর্জনের আশায় ঝুঁকি নেওয়া
ii. দৃঢ়ভাবে ব্যবসায়কে এগিয়ে নিয়ে যাওয়া
iii. সফলভাবে ব্যসায় পরিচালনা করা
নিচের কোনটি সঠিক?
একজন সফল উদ্যোক্তা সর্বদা ঝুঁকি-
i. আগেই নিরূপণ করেন
ii. হ্রাসের ব্যবস্থা গ্রহণ করেন
iii. পরিমিত মাত্রায় গ্রহণ করেন
সফল উদ্যোক্তা ঝুঁকিগুলোকে-
i. এড়ানোর পদক্ষেপ নেন :
ii. কমানোর পদক্ষেপ নেন
iii. গ্রহণের পদক্ষেপ নেন
সামির ব্যাংক ঋণ নিয়ে একটি খামার গড়ে তুলেছিল। কিন্তু প্রথম প্রচেষ্টায় সফল হতে পারেনি। এক্ষেত্রে তার করণীয়-
i. ব্যর্থতার কারণ খুঁজে বের করা
ii. দ্বিতীয়বার নতুন উদ্যমে কাজ শুরু করা
iii. নতুন ব্যবসায় আরম্ভ করা
একজন সফল উদ্যোক্তা তার কাজের সাফল্যে-
i. অহংকারবোধ করে
ii. পরিতৃপ্তি পায়
iii. অসীম আনন্দ পায়
উদ্যোক্তা উদ্ভাবন করেন-
i. পণ্য ও সেবা
ii. শিল্প
iii. কাজ
উদ্যোক্তা উদ্যোগ গ্রহণের মাধ্যমে অবদান রাখে-
i. অর্থনৈতিক উন্নয়নে
ii. রাজনৈতিক উন্নয়নে
iii. সামাজিক উন্নয়নে
শিল্পোদ্যোগের ওপর ইতিবাচক প্রভাব ফেলে দেশের-
i. শ্রমনীতি
ii. শিল্পনীতি
iii. কর নীতি
জমির সাহেব একটি ফলের দোকান দিল। তার এ উদ্যোগের বৈশিষ্ট্য
i. কর্মসংস্থান সৃষ্টি
ii. খাদ্যজাত পণ্য উৎপাদন
iii. মূলধন গঠন
উদ্দীপনামূলক সেবা প্রদান করে-
i. যুব অধিদপ্তর
ii. মহিলা অধিদপ্তর
iii. বেসিক ব্যাংক
রিচার্ড ক্যানটিলন ধারণা দেন যে শিল্পোদ্যোক্তাগণকে-
i. অনিশ্চিত পরিবেশে কার্য সম্পাদন কতে হয়ে
ii. মুনাফার জন্য কার্য সম্পাদন করতে হয়
iii. সিদ্ধান্ত নেওনয়ার ক্ষেত্রে ঝুঁকি গ্রহণ করতে হয়
উদ্যোক্তার সফলতা নির্ভর করে-
i. উপযুক্ত প্রযুক্তি নির্বাচনের ওপর
ii. স্থাপনের ওপর
iii. দক্ষতার ওপর