উকুন এবং মানুষের মধ্যে কোন ধরনের আন্তঃক্রিয়া বিদ্যমান?
সুমনদের নার্সারিতে অল্প সময়ে স্বপ্ন পরিশ্রমে অধিক চারা উৎপাদন হয়েছে একটি প্রক্রিয়া অবলম্বন করে প্রক্রিয়াটি-
হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায় কোনটি?
অ্যানেমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য কোনটি?
রাইবোসোম -
i.এনজাইম সরবরাহ করে
ii . প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতিকে হ্রাস করে
iii. আমিষ সংশ্লেষণে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
সালোকসংশ্লেষণ স্বাভাবিক গতিতে ঘটার জন্য আদর্শ তাপমাত্রা কত?
নিচের উদ্দীপকের আলোকে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
৩০ বছর বয়সী জাকির এর উচ্চতা ১৫০ সে.মি. এবং ওজন ৭০ কেজি।
জাকির এর বিএমআই কত?
এ অবস্থায় জাকির-
i. দেহের ওজন ঠিক রাখবে
ii. বেছে খাদ্য গ্রহণ করবে
iii. নিয়মিত শারীরিক পরিশ্রম করবে
সুগন্ধির ক্ষুদ্র কণা বাতাসে ছড়িয়ে পড়া কোন ধরনের প্রক্রিয়ার?
মূত্রের রং হালকা হলুদ হয় কোনটির কারণে?
অস্টিওপোরোসিস কিসের অভাবজনিত রোগ?
n + n → 2n ক্রমবর্ধমান 2n থেকে অপ্রয়োজনীয় পদার্থ নিষ্কাশনকারী অঙ্গটি-
i. O2 সরবরাহ করে
ii. 2nএর জন্য অবিচ্ছেদ্য অস্থায়ী অঙ্গ হিসাবে কাজ করে
iii. মাতৃদুগ্ধ উৎপাদনের হরমোন তৈরি করে
নিচের উদ্দীপকের আলোকে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :
A এর অবস্থান কশেরুকার ভিতর দিয়ে
Bএর অবস্থান করোটিকায়
C অতি অল্প মাত্রায় নিঃসৃত হয়ে রক্তেরমাধ্যমে বাহিত হয়।
"A ও B"-
i. এর কাজ একই ধরনের
ii. এর গঠনে ভিন্নতা নেই
iii. এর কাজকে নিয়ন্ত্রণ করে
C-
i.এর মাত্রা কম-বেশির উপর মানুষের আচরণ নির্ভর করে
ii.সবচেয়ে ছোট গ্রন্থি থেকে সবচেয়েবেশি নিঃসৃত হয়।
iii. বিপাকী কাজ নিয়ন্ত্রণ করে
কোনটির প্রাচীর ঘেষে প্রোটোপ্লাজম থাকে?
উদ্ভিদের মূল বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান কোনটি?
চিত্র-B অংশটি-
i. অ্যান্টিবডি গঠন করে
ii.A এর সাথে কার্যগতভাবে সদৃশ্যপূর্ণ
iii. প্রোটোপ্লাজম সূক্ষ্ম দানাযুক্ত
কোন খাবারে ক্যালরি মান বেশি হবে?
কোনটির দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত?
ক্লোরোপ্লাস্টের কোন অংশে সালোকসংশ্লেষণের আলোক পর্যায় সংঘটিত হয়?