বায়ুতে কোন গ্যাসের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কমে যায়?
স্ট্রোমা কোনটির অংশ?
মধুতে আঙ্গুর ডুবিয়ে রাখলে কী হবে?
কোন খাবার অতিরিক্ত গ্রহণে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়?
ঔষধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান কোনটি?
উদ্দীপকের আলোকে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:
প্রজ্ঞার কোষ্ঠকাঠিন্য হওয়ায় ডাক্তারের পরামর্শে সে বিশেষ ধরনের খাদ্য গ্রহণ করলো।
প্রজ্ঞার আহারকৃত খাদ্যটি কী হতে পারে?
প্রজ্ঞার আহারকৃত খাদ্যের উপাদান মূলত-
i.সেলুলোজ
ii.লিগনিন
iii.স্ট্রাচ
নিচের কোনটি সঠিক?
কোনটির কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি?
মনির লাল বা সবুজ পার্থক্য করতে পারে। না। মনিরের উল্লিখিত সমস্যার জন্য দায়ী। জিনের অবস্থান কোথায়?
গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে?
কোনগুলো DNA ও RNA উভয়টিতে উপস্থিত?
নুজহাতের রক্তের গ্রুপ O। সে কোন গ্রুপের রক্ত নিতে পারবে?
আকস্মিক কিডনি বিকল হওয়ার কারণ কোনটি?
কয় মাস পর এইডস রোগের লক্ষণ প্রকাশ পায়?
উদ্দীপকের আলোকে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :
মতিন তামাক পাতায় এক ধরনের মোজাইক রোগ দেখতে পেল।
উল্লিখিত রোগটির ভাইরাসের বংশগতিয় বস্তুতে কী থাকে?
উল্লিখিত রোগের ভাইরাসের বংশগতিয় বস্তুতে বন্ধন বিদ্যমান-
i. A-T
ii. G-C
iii. A=U
কিডনি বিকল হলে রক্তে কোনটির পরিমাণ বৃদ্ধি পায়।
উদ্দীপকের আলোকে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
রাশেদ সকালের নাস্তায় ডিম ভাজি দিয়ে রুটি খেল। এতে শর্করা 60 gm, আমিষ 18gmএবং স্নেহ পদার্থ 5 gm
রাশেদ আমিষ থেকে কত কিলোক্যালরি শক্তি পাবে?
রাশেদ নাস্তা থেকে মোট কত কিলোক্যালরি শক্তি পাবে?
দ্বি-শর্করার উৎস কোনটি?