বৃত্তের মেডুলায় সাধারণত কতটি রেনাল পিরামিড থাকে?
ভৌত জীববিজ্ঞানের অন্তর্গত বিষয়টি হলো--
5 ADP+ 5 Pi →শক্তি 5 ATP উক্ত বিক্রিয়ায় (প্রতি মোল ATP এর হিসাবে) শক্তির পরিমাণ কত কিলোক্যালরি?
প্রতি কিউবিক মিলিমিটারে রক্তে লোহিত রক্ত কণিকা থাকে ---
১৫০ জন পুরুষ মানুষের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত জনের?
একজন মানুষের রক্তে কত মিলিমোল/লিটার HDL থাকা ভালো?
নিষেকের কত সপ্তাহ পর অমরা গঠিত হয়?
অনিরাপদ যৌনমিলনের ফলে নিচের কোন রোগটি হতে পারে?
"অস্তিত্বের জন্য সংগ্রাম" বিষয়টি কোন বিজ্ঞানী কর্তৃক প্রতিষ্ঠিত সত্য?
DNA র হেলিক্সের প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য কত?
RNA এর বৈশিষ্ট্য হলো---
i. পলিনিউক্লিয়টাইডের একটি সূত্র থাকে
ii. পাঁচ কার্বনবিশিষ্ট শর্করা অজৈব ফসফেট, নাইট্রোজেন বেস থাকে
iii. বংশগতীয় বস্তু হিসাবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
অপরাধীকে নির্ভুলভাবে শনাক্ত করতে নিচের কোন পদ্ধতির টেস্ট করতে হয়?
শ্বেত রক্তকণিকা কোন প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে?
রক্তের 'B' গ্রুপবিশিষ্ট ব্যক্তি কোন গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারেন?
বাতজ্বরের লক্ষণ হলো-
i, হৃৎপিণ্ডে রক্ত জমাট বাঁধা
ii. অণুজীবের সংক্রমণে শ্বাসনালীর প্রদাহ
III. মধ্যকর্ণের সংক্রামক রোগ
কোন পদার্থের উপস্থিতির কারণে মূত্রের রং হালকা হলুদ হয়?
চিত্রের পুংকেশরের বিন্যাসটি কীরূপ?
দিগুচ্ছ
যুক্তধানী
বহুগুচ্ছ
লগ্ন
নিচের কোনটিকে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়?
শ্বসনের সময় জীবদেহের স্থিতিশক্তি-
i.রাসায়নিক শক্তি হিসেবে তাপরূপে মুক্ত হয়
ii. শরীরবৃত্তীয় কাজের প্রয়োজনীয় শক্তি যোগায়
iii. নতুন ক্লোরোপ্লাস্ট সংশ্লেষিত হয়।
অবাত শ্বসনের ফলে অ্যালকোহলের সাথে নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়?