'দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষা ক্ষেত্র' কাকে উদ্দেশ্য করে বহিপীর এ উক্তিটি করেন?
দ্বিতীয় স্ত্রীর কুপরামর্শে রাজা তার প্রথম স্ত্রীর সন্তানকে বনবাসে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। উদ্দীপকের 'রাজা' 'বহিপীর' নাটকের কোন চরিত্রের প্রতিনিধি?
'বহিপীর' নাটকটি আমাদের কিসের সংকেত প্রদান করে?
বুঝি তবু যেন বুঝি না'- উক্তিটি কার?
বাইরের আবছায়ায় বসে হুঁকা খায় কে?
বহিপীর নাটকে নতুন দিনের প্রতীক কে?
হাতেম আলি কার কাছে এক গ্লাস পানি চেয়েছিল?
হাশেমের মতে, যখন আর কিছু করার থাকে না, তখন কোনটি অর্থহীন?
মূল কাটিয়া ফেলিলে বৃক্ষ দাঁড়াইতে পারে না'- বাক্যটিতে কার অবস্থা প্রতিফলিত হয়েছে?
জমিদারি হারানো কি সহজ কথা'- এই বাক্যে হাতেম আলির প্রকাশ পেয়েছে—
স্বাধীনতা যুদ্ধ চলাকালে বাংলাদেশের পক্ষে সৈয়দ ওয়ালীউল্লাহ কাজ করেন কোথা থেকে?
বাড়ি থেকে পালানোর সময় তাহেরার সঙ্গী হয়েছিল তার-
'এক অত্যাশ্চর্য ইসানে গায়ের মামুলি কাণ্ড'— বলতে বহিপীর কী বোঝাতে চেয়েছেন?
‘মানবীয় মূল্যবোধ ও ন্যায়বোধের গুরুত্ব তার কাছে সর্বাধিক' - কার কাছে?
হাতেম আলি সত্যিকার অর্থে শহরে এসেছিলেন-
i. চিকিৎসার জন্যii. জমিদারি রক্ষা করতেiii. টাকা জোগাড় করতে
নিচের কোনটি সঠিক?
পীর সাহেবের লেবাস ছিল -
i. আলখাল্লাii. পায়জামাiii. কুর্তা
'বহিপীর' নাটকে বহিপীরের আসল উদ্দেশ্য কী?
i. তাহেরাকে বিয়ে করাii. নিজের ধর্মীয় অবস্থানকে শক্ত করাiii. হাতেম আলির নিকট নিজের উদারতা প্রকাশ করা
'শিফালির বাবা তার বিয়ে দিল এক মধ্যবয়সী অবস্থাসম্পন্ন লোকের সঙ্গে। বাবার দারিদ্র্যের কথা বিবেচনা করে সে এই বিয়ে মেনে নেয়।'- উদ্ধৃতাংশের শিফালির মাঝে 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রের কোন দিকটি অনুপস্থিত?
i. কুসংস্কার
ii. প্রতিবাদী মনোভাব
iii. সাহসিকতা
হাশেম আলি চরিত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য হলো-
i. ধৈর্যশীলতাii. মানবীয় মূল্যবোধiii. ন্যায়বোধ
হাশেম আলির হাত ধরে তাহেরার পলায়নের মধ্য দিয়ে নাট্যকার বোঝাতে চেয়েছেন— i. মানবিকতার জয়ii. নারী অধিকার ও নারীজাগরণiii. কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে মুক্তি