বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের ক্ষেত্রে আমরা কোন দেশের উদাহরণ দিতে পারি?
ইতোমধ্যে বিশ্বের কোন দেশগুলো তাদের বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পেরেছে?
রাষ্ট্র বা সমাজ স্বীকৃত নয় এমন কাজকে কী বলে?
অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের দ্বারা সংঘটিত অপরাধকে কী বলে?
৭ থেকে ১৬ বছর বয়সীদের অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ হিসেবে গণ্য করা হয় কোন দেশে?
কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ কী?
কাসেম অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবা-মা দিনমজুর। সে মোবাইল কেনার আবদার করলে তার বাবা-মা অপারগতা প্রকাশ করে। কাসেম এর জন্য অসৌজন্যমূলক আচরণ করে। কাসেমের এমন কর্মকাণ্ডের প্রধান কারণ কোনটি?
তমালের কাজে তোমার পাঠ্যবইয়ের কোন সমস্যাটি প্রতিফলিত হয়েছে?
কামালের আচরণে লক্ষণীয় হচ্ছে -
i. সুষ্ঠু পারিবারিক পরিবেশ
ii. সুষ্ঠু মানসিক বিকাশ
iii. পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব
নিচের কোনটি সঠিক?
অনুচ্ছেদের গ্যাংগুলোর কর্মকাণ্ড কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে?
এ ধরনের অপরাধের কারণ হলো—
i. বস্তির পরিবেশ
ii. সঙ্গদোষ
iii. অভাবের তাড়না
কীসের জন্য বাবা-মায়ের ভালোবাসা সন্তানদের জন্য গুরুত্বপূর্ণ?
১৫ বছরের 'ক' নিয়মিত বাসস্টান্ডের পাশে নির্জন আয়গায় ছিনতাই করে। 'ক'-এর এ কাজ কোন সমস্যাকে নির্দেশ করে?
পরিবারে কিশোর অপরাধী থাকলে কী হয়?
কোথায় সন্তানদের সুদ্ধ মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে?
শিশুরা কীসের প্রভাবে সুস্থ ও সুন্দর জীবনযাপনে আগ্রহী হয়?
পাড়া ও মহল্লায় পাঠাগার ও ব্যায়ামাগার স্থাপন প্রয়োজন কেন?
নিচের কোনটি কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ বলে তুমি মনে কর?
কিশোর অপরাধীদের মাধ্যমে মেয়েদের উত্যক্ত করার ঘটনা ঘটে-
i. শহরাঞ্চলে
ii. পরিবারে
iii. গ্রামাঞ্চলে
বখাটে কিশোরদের অন্যায় প্রস্তাবে সাড়া না দিলে মেয়েদের যে ধরনের ক্ষতি করে—
i. অপহরণ করে
ii. এসিড নিক্ষেপ
iii. শারীরিক নির্যাতন