ভূমিধস ঘটে—
বাংলাদেশের কোন জেলাটিতে প্রায়ই ভূমিধস হয়ে মানুষের প্রাণহানি ও বাড়িঘর নষ্ট হয়?
আমাদের দেশে প্রায়ই কোথায় ভূমিধস হয়ে মানুষের প্রাণহানি ঘটে?
আমাদের দেশে সাধারণত কোন দুর্যোগটি ঘটে না?
বাংলাদেশের প্রেক্ষিতে কোনটিকে প্রাকৃতিক দুর্যোগ বলা যাবে না?
সামিন যে ঘটনাটি দেখেছিল তার নাম-
উক্ত দুর্যোগটির ফলে যে ক্ষতি হয়—
i. ঘরবাড়ি নষ্ট
ii. যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন
iii. সমুদ্র বন্দর ধ্বংস
নিচের কোনটি সঠিক?
আমাদের দেশে অগ্নিকাণ্ডের কারণ কোনটি?
ঢাকার নিমতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল কীভাবে?
দুর্যোগের ধরন হলো—
i. জাতীয়
ii. প্রাকৃতিক
iii. মানবসৃষ্ট
সমুদ্রের বিস্তৃত এলাকা জুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয় -
i. সমুদ্রের তলদেশে প্রচণ্ড ভূমিকম্পের ফলে
ii. অগ্ন্যুৎপাতের ফলে
iii. জোয়ার এলে
ভূমিকম্প অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটায়, কারণ—
i. আগাম সংকেত পাওয়া যায় না
ii. সংঘটনের সময় অনিশ্চিত
iii. পূর্ব-প্রস্তুতি গ্রহণ করা যায় না
ভূমিকম্প একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ, কারণ—
ii. প্রতিরোধ করা যায় না।
iii. মহাদেশব্যাপী হয়
ভূমিকম্পের বৈশিষ্ট্য হলো-
i. এটি আকস্মিক সংঘটিত হয়
ii. অল্পসময়ে অনেক বেশি ধ্বংসযজ্ঞ চালায়
iii. একই স্থানে পর পর কয়েকবার হতে পারে
অগ্নিকাণ্ড ঘটে –
i. অত্যধিক তাপে
ii. কম সচেতনতায়
iii. গ্রিনহাউস প্রতিক্রিয়ায়
বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ কী?
২০১৯ সালের ৫ই মে ঘূর্ণিঝড় 'ফণী' বাংলাদেশ অতিক্রম করে। আতকে বাংলাদেশের দক্ষিণাদলের মানুষ সতর্ক ছিল। বাংলাদেশের যানগণের এরূপ আতঙ্কিত হওয়ার কারণ-
নদীমাতৃক দেশ
সমভূমির আধিক্য
ভৌগোলিক অবস্থান
মৌসুমি জলবায়ু
বাংলাদেশের দক্ষিণে অবস্থিত কোনটি?
কোনটি বাংলাদেশের উত্তরে অবস্থিত ?
বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীসমূহের উৎস কোন কোন দেশ?