অমাবস্যা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে কিভাবে অবস্থান করে ?
পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি সূর্য অপেক্ষা কতগুণ ?
ঢাকা হতে পঞ্চগড়ের সময়ের পার্থক্য ৮ মিনিট। ঢাকার দ্রাঘিমা ৯০° পূর্ব হলে পঞ্চগড়ের দ্রাঘিমা কত ?
কোনো স্থানের সময় সকাল ১১ টা হলে ঐ স্থান হতে ২° পূর্বে কোনো স্থানের সময় কি হবে ?
কৃষিভিত্তিক গ্রামীণ মুসলিম সমাজে কোন ধরনের পরিবার দেখা যায় ?
পরিবার গঠনের অন্যতম পূর্বশর্ত কোনটি ?
বর্তমানে গ্রাম ও শহরে পরিবারের মধ্যে আত্মকেন্দ্রিক মনোভাব বৃদ্ধির মূল কারণ কী ?
গণতন্ত্র কোন শতকের একটি জনপ্রিয় ধারণা ?
গণতন্ত্রকে মূর্খের ও অযোগ্যের শাসন ব্যবস্থা বলে অভিহিত করেছেন-
i. ম্যাকাইভার
ii. প্লেটো
iii. এরিস্টটল
নিচের কোনটি সঠিক?
সুরমা ও কুশিয়ারা কোন জেলায় এসে মেঘনা নাম ধারণ করেছে ?
নদী গুরুত্বপূর্ণ অবদান রাখে-
i. জীবিকা নির্বাহে
ii. পরিবহনে
iii. কৃষি উৎপাদনে
নিচের কোনটি সঠিক ?
বাংলাদেশ স্বাধীনতার ৪০ (চল্লিশ) বছরে কতগুণ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে পেরেছে ?
রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ডের মতে আইনের উৎস হলো-
i. ন্যায়বোধ
ii. বিচার সংক্রান্ত রায়
iii. সামাজিক দৃষ্টিভঙ্গি
'The Modern State' গ্রন্থের লেখক কে?
তথ্য অধিকার আইনে কোন স্বাধীন প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে ?
নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ কোনটি ?
তিস্তা নদীর বর্তমান দৈর্ঘ্য কত?
রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য হলো-
i. জনপ্রতিনিধি নির্বাচন
ii. পেশি শক্তি প্রদর্শন
iii. সরকারের গঠনমূলক সমালোচনা
জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের স্থান কততম ?
বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?