কথাবার্তা, আচার-আচরণ ও চালচলনের ক্ষেত্রে কারা একে অপরকে প্রভাবিত করে?
সহমর্মিতা, সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে কোন প্রতিষ্ঠান বড় ভূমিকা পালন করে?
কোনটি শিশুদের পরস্পরের সাথে মিলিত হওয়ার ও একে অপরকে প্রভাবিত করার সুযোগ সৃষ্টি করে?
সহমর্মিতা, সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়—
i. সমবয়সী সঙ্গীদের সাথে খেলাধুলা করলে
ii. খেলার সাথিদের সাথে সদ্ভাব থাকলে
iii. তারা একে অন্যের কাছ থেকে শিখলে
নিচের কোনটি সঠিক?
জেবার আচরণ কোন বিষয়কে নির্দেশ করে?
জেবার আচরণে পরিলক্ষিত হয়—
i. সমাজের কাঙ্ক্ষিত আচরণ করার প্রবণতা
ii. সমাজের নিয়ম-নীতি মানার প্রবণতা
iii. নিজের ধ্যান-ধারণা অনুযায়ী কাজ করার প্রবণতা
কোনো ব্যক্তি অন্যের কাজ ও আচার-আচরণ নকল করলে তাকে কী বলে?
রোজীর বয়স ৫ বছর। সে তার মায়ের মতো কথা বলতে চেষ্টা করে। এটাকে কী বলে?
কীসের মাধ্যমে শিশু ভাষা, উচ্চারণ ও বাচনভঙ্গি আয়ত্ত করে থাকে?
মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম কী?
৩ বছরের শিশু আরিয়ানা। তাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে চাইলে সে পোশাক না পরে বের হতে চায় না। আরিয়ানা কেন এমনটি করে?
ব্যক্তির মনের ভাব প্রকাশের মাধ্যম কোনটি?
অনুচ্ছেদের রনোর সামাজিকীকরণে কোন উপাদানটি ভূমিকা রাখছে?
সমাজজীবনে অভিভাবন প্রক্রিয়ার প্রয়োগ পরিলক্ষিত হয়—
i. শিক্ষার ক্ষেত্রে
ii. রাজনীতির ক্ষেত্রে
iii. বাণিজ্যের ক্ষেত্রে
উক্ত বিষয়টির বৈশিষ্ট্য হচ্ছে—
i. এ প্রক্রিয়ার পরিধি ক্রমশ বেড়ে যায়
ii. শিশু তার কাছের মানুষদের অঙ্গীভূত করে
iii. শিশু প্রাপ্তবয়স্ক হলে এ প্রবণতা বন্ধ হয়ে যায়
শিশুর শিক্ষার প্রথম মাধ্যম কোনটি?
নিচের কোনটি পরিবারের পর শিশুর শিক্ষায় সবচেয়ে বেশি ভূমিকা রাখে?
সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে নবীন প্রজন্মের মানুষকে পরিচিত করে তোলে কোন মাধ্যম?
নতুন প্রজন্মের মধ্যে টেলিভিশন নানা অনুষ্ঠান প্রচার দ্বারা কী জাগিয়ে তোলে?
ই-মেইলের পূর্ণরূপ কোনটি?