উদ্দীপকের এই প্রক্রিয়াটিতে-
i.চারটি উপাদানের সমন্বয় প্রয়োজন
ii.মানুষের সকল অভাব পূরণ হয়
iii. একজন ভুঁকি বহন করে
নিচের কোনটি সঠিক
উৎপাদনের ক্ষেত্রে ভূমির ব্যবহারের জন্য ভূমির মালিককে কী দেয়া হয়?
মালিকানার উপর ভিত্তি করে সম্পদকে কত শ্রেণিতে বিন্যাস করা যায়?
৬ দফা পূর্ব বাংলার মুক্তির সনদ কারণ, এতে-
i. রাজস্ব আদায়ের ভার কেন্দ্রের উপর নেয়ার দাবি ছিল
ii. পূর্ব বাংলায় নিজেদের শাসন প্রতিষ্ঠা করার দাবি ছিল
iii. নিজেদের নিরাপত্তা নিজেদেরই রক্ষা করার দাবি ছিল
নিচের কোনটি সঠিক?
মীম তার পরিবারে সাথে পার্বত্য চট্টগ্রাম বেড়াতে যায়। সেখানে সে দেখে একটি প্রধান নদীর গতিপথে বাঁধ দিয়ে জ্বালানী শক্তি উৎপাদন করা হচ্ছে।
মীম ইঙ্গিতকৃত নদীর কোন ক্ষেত্রের ভূমিকা পরিদর্শন করেছে।
নিচের কোন চতুর্ভুজটি রাষ্ট্রের মুখ্য কার্যাবলি নির্দেশ করে?
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও।
মলীন বাবুর 'ক' ও 'খ' নামে দু'টি পোশাক কারখানা ছিল। 'ক' কারখানার শ্রমিকশ্রেণি অবহেলিত ছিল। 'ক' কারখানর লমিক নেতা সালাম সাহেব শ্রমিক সমাবেশ ডেকে শ্রমিকদের বকেয়া পাওনা, বেতন বৃদ্ধি ও নিরাপত্তাসহ বেশ কিছু দাবি মালিকের নিকট পেশ করেন। মালিক দাবি না মেনে শ্রমিক নেতার বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ আনেন।
উদ্দীপকে বর্ণিত শ্রমিক নেতার কার্যক্রম ঐতিহাসিক কোন ঘটনাকে ইঙ্গিত করে?