জনাব কামালের শিক্ষার্থীদের এ ধরনের জায়গায় নিয়ে যাওয়ার কারণ হলো—
i. ঈশা খাঁর নিত্য ব্যবহৃত জিনিসপত্র দেখানো
ii. তাদের সেই সময়ের জমিদারদের সম্পর্কে জানানো
iii. পরবর্তী প্রজন্মকে পুরনো ঐতিহ্য সম্পর্কে জানানো
নিচের কোনটি সঠিক?
উক্ত জাদুঘর সম্পর্কে যা যথার্থ -
i. প্রত্ননিদর্শন দেখা যায়
ii. প্রত্নতত্ত্ব বিভাগ এটি পরিচালনা করে
iii. ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায়
নবীন উক্ত জাদুঘর পরিদর্শনের ফলে—
i. পুরোনো ইতিহাস জানতে পারবে
ii. দেশের ঐতিহ্য সম্পর্কে অবগত হবে
iii. জ্ঞান অর্জনে সহায়ক হবে
সামাজিকীকরণ হলো—
i. চলমান প্রক্রিয়া
ii. জৈবিক সত্তাকে সামাজিক সত্তায় রূপান্তর
iii. সমাজের নিয়ম-রীতি আয়ত্ত করার পদ্ধতি
সামাজিকীকরণ প্রক্রিয়ায় ব্যক্তি আয়ত করে—
i. নিয়মনীতি
ii. মূল্যবোধ
iii. বিশ্বাস ও আদর্শ
নিচের কোনটি সঠিক
রহিম তার বাড়ির পাশে খেলার মাঠে সমবয়সী ছেলেমেয়েদের সাথে নিয়মিতভাবে খেলাধুলা করে। রহিমের মধ্যে যে আচরণগুলো পরিলক্ষিত করা যায় তা হলো—
i. নেতৃত্ব
ii. সচেতনতা
iii. সহমর্মিতা
নিচের কোনটি সঠিক ?
তানিয়া ছায়ানটের একজন নিয়মিত শিল্পী। প্রতি সপ্তাহেই সে ক্লাস করতে যায়। এর মাধ্যমে তার মধ্যে বিকশিত হবে—
i. রাজনৈতিক ক্ষমতাii. সুকুমার বৃত্তি
iii. সৌন্দর্যবোধ
উক্ত প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি—
i. সমাজের নিয়ম-নীতি পালনে অভ্যস্ত হয়ে ওঠে
ii. সঠিক আচরণ করতে শেখে
iii. সুনাগরিক হয়ে ওঠে