'নিফে' স্তরটি কোন মণ্ডলে অবস্থিত?
একটি স্থানের দ্রাঘিমা ৯০° পূর্ব এবং অপর একটি স্থানের দ্রাঘিমা ৭০° পূর্ব, স্থান দু'টির মধ্যকার সময়ের পার্থক্য কত ?
মিতা ও তার বন্ধুরা মিলে রাঙামাটি বেড়াতে গিয়ে গর্জন, চাপালিশ, জারুল, মেহগনি ইত্যাদি বৃক্ষ দেখতে পায়—
দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রচুর সৌরশক্তি পায় কোন অক্ষাংশে অবস্থিত হওয়ার কারণে ?
কোন সময়ে উত্তর গোলার্ধে বসন্তকাল বিরাজ করে ?
’ডিমোস' ও 'ফেবোস' কোন গ্রহের উপগ্রহ ?
’'রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিষ্কস্বরূপ’। -কে বলেছেন ?
সংসদের নেতা কে ?
রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের কয়টি প্রধান উৎসের কথা বলেছেন ?
কত সালে ইউনিয়ন বোর্ড নামে একটিমাত্র স্থানীয় সরকার প্রতিষ্ঠা করা হয় ?
গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায় ?
‘আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন' – সংজ্ঞাটি কে দিয়েছেন ?
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্যরাষ্ট্র ?
উৎপাদনের ক্ষেত্রে যেসব পারিতোষিক দেওয়া হয় সেগুলি হলো-
i. খাজনা ও মজুরি
ii. সুদ ও মুনাফা
iii. সম্পদ ও ব্যবহার
নিচের কোনটি সঠিক ?
জাতীয় উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত হবে—
i. বিদেশে বসবাসকারী দেশি নাগরিকের আয়
ii. দেশে কর্মরত বিদেশি নাগরিকের আয়
iii. বিদেশে অবস্থানরত দেশি সংস্থার আয়
নিচের কোনটি সঠিক
ব্যক্তি বা বেসরকারি খাতের প্রাধান্য থাকে কোন অর্থব্যবস্থায় ?
দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর ধার্যকৃত করকে কোন কর বলে ?
কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো—
i. ঋণ নিয়ন্ত্রণ করা
ii. নিকাশ ঘর হিসেবে কাজ করা
iii. বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
কন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদি দুর্যোগ মোকাবিলায় সরকারকে কোন ব্যয় করতে হয় ?
বিশ্বব্যাংক মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে কয়ভাবে ভাগ করেছে ?