কোন ব্যাংক অন্যান্য ব্যাংকের ক্লিয়ারিং হাউজ হিসেবে দায়িত্ব পালন করে ?
জাপানের মাথাপিছু মোট জাতীয় আয় কত ইউ.এস ডলার ?
বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য—
i. কৃষি প্রধান
ii. শিল্প নির্ভর
iii. প্রাকৃতিক ও মানব সম্পদের অপূর্ণ ব্যবহার
নিচের কোনটি সঠিক?
কত সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করা হয় ?
পূর্ব বাংলার মুক্তি সনদ কোনটি ?
কত হাজার পাক সেনা নিঃশর্তে যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করে ?
বাংলাদেশ সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে ?
ভারত কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ?
আইনের উৎস-
i. বিচার সংক্রান্ত রায়
ii. বিজ্ঞানসম্মত আলোচনা
iii. দুর্নীতিমুক্ত সমাজ
রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদান কোনটি ?
আইনের শাসন কায়েম হয় না, যখন-
i. বিচার বিভাগের স্বাধীনতা থাকে না
ii. গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয় না
iii. সকলের অধিকার সমভাবে সংরক্ষিত হয়
নিচের কোনটি সঠিক
কার পরামর্শ ও নির্দেশক্রমে অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন করেন ?
প্রধানমন্ত্রীকে নির্বাহী প্রধান বলার কারণ তিনি—
কোন দেশের অন্যতম ব্যস্ত সড়কের নাম হচ্ছে “বাংলাদেশ সড়ক”?
ঢাকার রেলপথ কোন ধরনের সম্পদ ?
শাকিল একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। তার এই ফ্যাক্টরির যন্ত্রপাতি উৎপাদনের কোন ধরনের উপাদান ?
কোন অর্থব্যবস্থায় অর্জিত মুনাফার মালিক রাষ্ট্র ?
একটি দেশের GDP = ৭,০০০ কোটি ডলার, বিদেশে অবস্থানরত দেশি জনগণের আয় = ৩,০০০ কোটি ডলার এবং দেশে অবস্থানরত বিদেশিদের আয় : = ২,৫০০ কোটি ডলার। তাহলে, GNP = কত?
সামাজিক পরিবর্তনের অন্যতম উপাদান কোনটি ?
কোনটি শিল্পায়নের ফল ?