২১ জুন তারিখে পৃথিবীর উত্তর গোলার্ধে কী ঘটে?
কোনো স্থানের সময় ১২টা হলে তার ১০ ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থানের সময় কত হবে?
ভূঅভ্যন্তরের গঠন উপাদানের ভিত্তিতে কেন্দ্রমণ্ডল কী নামে পরিচিত?
অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে কত ডিগ্রি কোণে থাকে?
কোনটি শনি গ্রহের উপগ্রহ ?
'ক' ও 'খ' বিন্দুর দ্রাঘিমা যথাক্রমে ৫০° পূর্ব এবং ৮০° পূর্ব। 'ক' বিন্দুর স্থানীয় সময় ১০টা ২০ মিনিট হলে 'খ' বিন্দুর স্থানীয় সময় কত?
বাংলাদেশের ক্ষুদ্রতম দিন কোনটি?
কত তারিখে পৃথিবীর সর্বত্র দিবা-রাত্রি সমান হয়?
নেপচুনের উপগ্রহ কয়টি ?
জোয়ার-ভাটা অর্থনীতিতে কীভাবে প্রভাব ফেলে?
মূল মধ্যরেখায় যখন শুক্রবার মধ্যাহ্ন ১৮০° পশ্চিম দ্রাঘিমার তখন সময় কত হবে?
গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত ভৌগোলিক রেখাটির নাম কী?
৬০° ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত স্থানের প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত?
সৌরজগতের প্রাণকেন্দ্র নামক নক্ষত্রে কোন গ্যাসের পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকে?
প্রভাতের কিছু পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে সেই সময়কে কী বলে?
কোনটি বৃহস্পতির উপগ্রহ?
কিসের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরে?
বাংলাদের সবচেয়ে বড় রাত কবে?
৪৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানের প্রতিপাদ স্থান কোনটি?
নিচের কোন রেখা বাংলাদেশের মাঝামাঝি দিয়ে অতিক্রম করেছে ?