ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?
উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা- কে বলেছেন?
'কবর' নাটকের পটভূমি কোনটি?
ছাত্ররা ১১ দফার দাবিতে কত সালে আন্দোলন করেছিল?
ঐতিহাসিক 'আগরতলা' মামলা কতজনের বিরুদ্ধে রুজু করা হয়?
২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি করা হয় যে কারণে -i. সভা-সমাবেশ বন্ধ করতেii. মিছিল বন্ধ করতেiii. সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করতে
নিচের কোনটি সঠিক?
ভাষা আন্দোলন আমাদের-i. জাতীয় চেতনার বিকাশ ঘটায়ii. ঐক্যবদ্ধ হতে সাহায্য করেiii. সংস্কৃতি রক্ষায় উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?
১৯৭০ সালের নির্বাচন গুরুত্বপূর্ণ হওয়ার যথার্থ কারণ-i. বাঙালিদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন।ii. পাকিস্তানের অপশাসনের বিরুদ্ধে জনগণের রায়।iii. বাংলার স্বায়ত্তশাসনের দাবি উপস্থাপন
১৯৭০ সালের নির্বাচনে বাঙালিরা জয়লাভ করে। এটা ছিল তাদের - i. রাজনৈতিক বিজয়ii. পশ্চিমাদের প্রত্যাখ্যানiii. পাকিস্তানের অখন্ডতার প্রতি সমর্থননিচের কোনটি সঠিক?
যুক্তফ্রন্টের ২১ দফার অন্যতম দফাগুলো হলো-i. বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদii. বাংলাকে শিক্ষার অন্যতম মাধ্যম হিসেবেiii. রাজবন্দীদের মুক্তিদান
১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব হলো- i. ছয় দফার প্রতি জনগণের সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ii. বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটেiii. পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে এদেশের জনগণের অবস্থান সুদৃঢ় হয়নিচের কোনটি সঠিক?
১৯৭০ সালের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে -i. আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেii. বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটেiii. জনগণ ছয় দফা ও ১১ দফার প্রতি অকুণ্ঠ সমর্থন প্রদান করে
যুক্তফ্রন্টের ঘোষিত বিষয়i. পূর্ব বাংলার স্বায়ত্তশাসনii. ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটিiii. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণনিচের কোনটি সঠিক?
১৯৪৭-এর পর রাজনৈতিক দল ও নেতৃত্বের মধ্যে যে ধারা লক্ষ করা যায় তা হলো-
i. পাকিস্তানের অনুগত রাজনৈতিক দল
ii. পূর্ব বাংলার স্বার্থরক্ষার জন্য সোচ্চার রাজনৈতিক দল
iii. সাম্যবাদী আদর্শের রাজনৈতিক ধারা
উদ্দীপকের শ্রমিক নেতার কার্যক্রম ঐতিহাসিক কোন ঘটনাকে ইঙ্গিত করে?
ইঙ্গিতকৃত ঘটনার ফলে -
i. বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী বলা হয়
ii. আগরতলা মামলা দায়ের করা হয়
iii. বাঙালিরা স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়
উদ্দীপকের সাথে নিচের কোন ঘটনার সাদৃশ্য পাওয়া যায়?
উক্ত সংগঠনটি গড়ে ওঠার যথার্থ কারণ—
i. বাংলায় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা
ii. মুসলিম লীগের পরাজয় ঘটানো
iii. পাকিস্তানিদের কর্তৃত্ব থেকে এদেশের জনগণকে মুক্তি করা
১৯৬৬ সালে পাকিস্তানের প্রশাসনের চিত্রে শিক্ষাখাতে কত শতাংশ বাঙালির নিযুক্ত ছিল ?
কেন পূর্ব পাকিস্তানের মানুষ ১৯৭০ সালে আওয়ামী লীগকে ভোট দিয়েছিল?