মারমাদের পরিবার ব্যবস্থার বৈশিষ্ট্য হলো—
i. পরিবারে পিতার স্থান সর্বোচ্চ
ii. পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে মেয়েদেরকে গুরুত্ব প্রদান
iii. কৃষিকাজে মেয়েদের অংশগ্রহণ
নিচের কোনটি সঠিক?
মারমারা সাংগ্রাই উৎসব করে—
i. বর্ষ বিদায় দিতে
ii. বর্ষবরণ উপলক্ষে
iii. দেবদেবীর পূজাতে
রাখাইন জনগোষ্ঠীর বৈশিষ্ট্য হচ্ছে-
i. সাংগ্রাই উৎসব বৃহৎ আনন্দ উৎসব
ii. সমুদ্র উপকূলের সমতল ভূমিতে বসবাস
iii. পটুয়াখালী, বরগুনা জেলায় বাস করে
উক্ত গোষ্ঠীর সামাজিক জীবন —
i. মাতৃসূত্রীয়
ii. পিতাই পরিবারের প্রধান
iii. পারিবারিক সিদ্ধান্তে মেয়েদের মতামতকে বেশ গুরুত্ব দেওয়া হয়
উক্ত নৃগোষ্ঠীর জন্য প্রযোজ্য হলো—
i. বৌদ্ধ ভিক্ষু 'ভান্তে'দের দেখা পাওয়া যায়
ii. মাচা পেতে ঘর তৈরি করে
iii. ঘরবাড়ি বাঁশ, কাঠ ও ছনের তৈরি