রাখাইন শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
রাখাইনদের আদিবাস কোথায়?
রাখাইনদের পরিবার প্রধানত কেমন?
রাখাইনদের অর্থনৈতিক জীবন প্রধানত কীসের ওপর নির্ভরশীল?
নিচের কোন নৃগোষ্ঠী ধর্মীয় ও লোকজ অনুষ্ঠানে মাথায় পাগড়ি পড়ে?
রাখাইনরা ঐতিহ্যের প্রতীক হিসেবে কী পরে?
মারমাদের পরিবার ব্যবস্থার বৈশিষ্ট্য হলো—
i. পরিবারে পিতার স্থান সর্বোচ্চ
ii. পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে মেয়েদেরকে গুরুত্ব প্রদান
iii. কৃষিকাজে মেয়েদের অংশগ্রহণ
নিচের কোনটি সঠিক?
মারমারা সাংগ্রাই উৎসব করে—
i. বর্ষ বিদায় দিতে
ii. বর্ষবরণ উপলক্ষে
iii. দেবদেবীর পূজাতে
রাখাইন জনগোষ্ঠীর বৈশিষ্ট্য হচ্ছে-
i. সাংগ্রাই উৎসব বৃহৎ আনন্দ উৎসব
ii. সমুদ্র উপকূলের সমতল ভূমিতে বসবাস
iii. পটুয়াখালী, বরগুনা জেলায় বাস করে
প্রথম উৎসব পালনকারী নৃগোষ্ঠীর সার্কেল প্রধানকে কী বলা হয়?
উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় উৎসবটি কী উদ্দেশ্যে পালন করা হয়?
উদ্দীপকে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা উল্লেখ করা হয়েছে?
উক্ত গোষ্ঠীর সামাজিক জীবন —
i. মাতৃসূত্রীয়
ii. পিতাই পরিবারের প্রধান
iii. পারিবারিক সিদ্ধান্তে মেয়েদের মতামতকে বেশ গুরুত্ব দেওয়া হয়
রফিকের সাথে কোন নৃগোষ্ঠীর দেখা হয়েছিল?
উক্ত নৃগোষ্ঠীর জন্য প্রযোজ্য হলো—
i. বৌদ্ধ ভিক্ষু 'ভান্তে'দের দেখা পাওয়া যায়
ii. মাচা পেতে ঘর তৈরি করে
iii. ঘরবাড়ি বাঁশ, কাঠ ও ছনের তৈরি
বিদ্যালয়ের খেলার মাঠে শিক্ষার্থীরা পড়া শুরু করলে শিক্ষক তাদের বললেন, খেলার সময় শোলমাল করা উচিত না। এ 'গোলমাল' শব্দটি করে শব্দততার থেকে এসেছে।
বিভিন্ন গোষ্ঠীর শব্দভান্ডার থেকে যেসব শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে -
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীয় শব্দন্ডার থেকে কোন শব্দগুলো এসেছে ?
নতুন বছরকে বরণ করতে বাঙালিরা পহেলা বৈশাখ উদযাপন করে যা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের একটি উৎসবের সাথে মিলে যায়। এটির নাম কী?
ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বৈসাবি উৎসব কেন পালন করে?