সমাজকল্যাণের লক্ষ্যার্জনের হাতিয়ার হচ্ছে-
অবিভক্ত বাংলায় মুসলিম নারী সমাজের আধুনিক শিক্ষার পথিকৃৎ কে?
বেগম রোকেয়ার প্রথম সাহিত্যকর্ম কত সালে প্রকাশিত হয়?
প্রতি বছর কত কারিখে রোকেয়া দিবস পালিত হয়?
বেগম রোকেয়ার কোন রচনাকে কাল্পনিক কাহিনিনির্ভর সাহিত্য বলা হয়?
কোন গ্রন্থটি বেগম রোকেয়া লিখে শেষ করে যেতে পারেন নি?
'She devoted her life and all the resources to the cause of education for girls'.- উক্তিটি কার?
তুহফাত-উল-মুয়াহহিদীন গ্রন্থের রচয়িতা-
i. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ii. রবীন্দ্রনাথ ঠাকুর
iii. রাজা রামোহন রায়
নিচের কোনটি সঠিক?
হিন্দু ধর্মে সতীদাহ শব্দটি দ্বারা প্রকাশ পেয়েছে-
i. স্ত্রীকে আগুনে পোড়ানো
ii. স্বামীকে আগুনে পোড়ানো
iii. স্বামীর সাথে স্ত্রীর সহমরণ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-
i. বিধবা বিবাহ প্রচলন করেন
ii. সতীদাহ প্রথা রোধ করেন
iii. বহুবিবাহ রোধে সোচ্চার হন
বিধবা বিবাহ প্রচলনের সময় তৎকালীন সমাজের অবস্থা যে রকম ছিল-
ⅰ. আশি বছরের বৃদ্ধের সাথে নাবালিকার বিয়ে হতো
ii. নারীরা স্বামীগৃহে নির্যাতিত হতো
iii. নারীদের স্বাধীনতা ছিল
বেগম রোকেয়া 'মুসলিম মহিলা সমিতি' সংগঠনের মাধ্যমে-
i. ধনী বালিকাদের উচ্চশিক্ষার সুযোগ করে দেন
ii. বিধবা ও আশ্রয়হীনদের কর্মসংস্থান সৃষ্টি করে দেন
iii. দুস্থ মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প স্থাপন করেন
বেগম রোকেয়ার নারী মুক্তি সংগ্রামে যারা অংশ নেন তাদের মধ্যে আছেন-
i. বেগম শামসুন্নাহার
ii. মিসেস হাকিম
iii. নুরুন্নাহার বেগম
যেকোনো সমাজের উন্নয়নে অন্যতম প্রতিবন্ধকতা হলো-
সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হলো-
i. সমাজের শৃঙ্খলা রক্ষা করা
ii. সমাজের সংহতি বজায় রাখা
iii. পরিবর্তনশীল সমাজের ভারসাম্য রক্ষা করা
সামাজিক নিয়ন্ত্রণ সমাজে নিয়ে আসে—
i. সহজাত পরিবর্তন
ii. পরিকল্পিত পরিবর্তন
iii. নেতিবাচক পরিবর্তন
সমাজ সংস্কার শব্দটি যে প্রত্যয় হিসেবে পরিচিত-
i. পরিবর্তনহীন
ii. পরিমার্জন
iii. সংশোধনমুখী
সতীদাহ প্রথারোধে কোন মনীষীর অবদান অনস্বীকার্য?
কুসংস্কারাচ্ছন্ন ও পশ্চাৎপদ হিন্দু সমাজের আধুনিকীকরণে কার অবদান অবিস্মরণীয় ছিলো?
'ভারতীয় রেনেসাঁর জনক' কার উপাধি ছিলো?