সামাজিক পরিবর্তনকে আবশ্যকীয় বিষয় হিসেবে বিবেচনা করা হয়। কারণ, এটি ছাড়া-
i. কল্যাণ প্রত্যাশা করা যায় না
ii. সমাজ ব্যবস্থার অপরিহার্য অংশের পরিবর্তন সম্ভব নয়
iii. সামাজিক অগ্রগতি সম্ভব নয়
নিচের কোনটি সঠিক?
আধুনিক সমাজকর্মের অতীব গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
সামাজিক উন্নয়ন একটি-
কোন সংস্থা 'সামাজিক উন্নয়ন' বিকাশে ভূমিকা রাখে?
সমাজকর্মের বিভিন্ন কর্মকাণ্ড কোন ধারণার বহিঃপ্রকাশ ঘটায়?
নিচের কোনটি বায়তুল মালের মাধ্যমে রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে স্বীকৃতি পেয়েছে?
কীসের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়?
বায়তুল মালকে পথিকৃৎ বলা হয়-
i. মানবসেবামূলক কর্মসূচির
ii. সামাজিক বিমা কর্মসূচির
iii. সামাজিক নিরাপত্তা কর্মসূচির
ওয়াকফ শব্দের অর্থ কী?
কার মতে 'ওয়াকফ' শব্দের অর্থ কোনো নির্দিষ্ট বস্তুতে ওয়াকিফ?
কোনো মুসলমানের আংশিক বা সম্পূর্ণ সম্পত্তি ধর্মীয় ও জনহিতকর কাজে স্থায়ীভাবে দান করাকে ইসলামি পরিভাষায় কী বলে?
মি. সজল ধনী হলেও নিঃসন্তান। তিনি শেষ বয়সে তার সমস্ত সম্পত্তি মসজিদ, স্কুল ও হাসপাতালের জন্য চিরতরে দান করেন। তার এ কাজের সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
জনাব রফিক বৃত্তশালী, ধর্মভীরু ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন। তাঁর পুত্র/কন্যারা মৃত্যুর পর জানতে পারলেন যে, তাদের বাবা সম্পত্তির কিছু অংশ বিভিন্ন প্রতিষ্ঠানে দান করে গেছেন। রফিক সাহেবের দান কোন সনাতন সমাজকল্যাণের অন্তর্ভুক্ত?
কোনটির আইনগত ভিত্তি রয়েছে?
যখন কোনো ধর্মীয় কাজে কোনো মুসলমান তার সম্পত্তি ওয়াকফ করেন তখন তাকে কী বলে?
কোনটি ওয়াকফ-ই লিল্লাহ সম্পত্তি?
শিশুদের প্রতিপালন ও উন্নয়নের প্রাচীন ধারণা কোনটি?
এতিমখানার মূল উদ্দেশ্য কী?
ওয়াকফ বলতে বোঝায়-
i. ধর্মীয় কাজে দান
ii. জনহিতকর কাজে দান
iii. প্রতিবেশীদের মাঝে দান
ওয়াকফ-ই-লিল্লাহর অন্তর্ভুক্ত হলো-
i. ঈদগাহ
ii. এতিমখানা
iii. কবরস্থান