কার মতে 'ওয়াকফ' শব্দের অর্থ কোনো নির্দিষ্ট বস্তুতে ওয়াকিফ?
কোনো মুসলমানের আংশিক বা সম্পূর্ণ সম্পত্তি ধর্মীয় ও জনহিতকর কাজে স্থায়ীভাবে দান করাকে ইসলামি পরিভাষায় কী বলে?
মি. সজল ধনী হলেও নিঃসন্তান। তিনি শেষ বয়সে তার সমস্ত সম্পত্তি মসজিদ, স্কুল ও হাসপাতালের জন্য চিরতরে দান করেন। তার এ কাজের সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
জনাব রফিক বৃত্তশালী, ধর্মভীরু ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন। তাঁর পুত্র/কন্যারা মৃত্যুর পর জানতে পারলেন যে, তাদের বাবা সম্পত্তির কিছু অংশ বিভিন্ন প্রতিষ্ঠানে দান করে গেছেন। রফিক সাহেবের দান কোন সনাতন সমাজকল্যাণের অন্তর্ভুক্ত?
কোনটির আইনগত ভিত্তি রয়েছে?
ওয়াক্ফ্কৃত সম্পত্তি তত্ত্বাবধায়কের নাম কী?
কোনটি ওয়াকফ-ই লিল্লাহ সম্পত্তি?
শিশুদের প্রতিপালন ও উন্নয়নের প্রাচীন ধারণা কোনটি?
এতিমখানার মূল উদ্দেশ্য কী?
ওয়াকফ বলতে বোঝায়-
i. ধর্মীয় কাজে দান
ii. জনহিতকর কাজে দান
iii. প্রতিবেশীদের মাঝে দান
নিচের কোনটি সঠিক?
ওয়াকফ-ই-লিল্লাহর অন্তর্ভুক্ত হলো-
i. ঈদগাহ
ii. এতিমখানা
iii. কবরস্থান
সমাজকল্যাণে ওয়াকফের গুরুত্ব হলো-
i. বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলে
ii. সমাজের দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণ সাধন করে
iii. কেবলমাত্র ধনীদের কল্যাণ সাধন করে
নিচের কোনটিকে সামাজিক নিরাপত্তা হিসেবে বিবেচনা করা হয়?
সমাজসেবার ব্যয়কে মানব মূলধনে বিনিয়োগ হিসেবে চিহ্নিত করেছেন কে?
ইসলামের মৌলিক ভিত্তি কয়টি?
নিচের কোনটি ইসলাম ধর্মাবলম্বীদের কাছে Income Tax এর মতো?
যাকাত কোন ভাষার শব্দ?
যাকাত শব্দের আভিধানিক অর্থ কী?
যাকাত বিতরণের খাত কয়টি?
ইসলামের দৃষ্টিতে কয় শ্রেণির মানুষের ওপর যাকাত দেওয়া ফরজ?