প্রাচীন আমলে সামাজিক বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালিত হতো-
ⅰ. ধর্মের অনুপ্রেরণা থেকে
ii. দার্শনিক চিন্তাচেতনা থেকে
iii. সামাজিক মূল্যবোধ থেকে
নিচের কোনটি সঠিক?
দানশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. আধুনিক সমাজকল্যাণের অগ্রযাত্রায়
ii. সমাজকর্মের পদ্ধতি উদ্ভাবনে
iii. সমাজকর্ম পেশার বিকাশে
সদকার মূল দর্শন হচ্ছে-
i. সমাজ ও মানুষের কল্যাণ সাধন করা
ii. সম্পদকে হালাল করা
iii. স্রষ্টাকে তুষ্ট করা
ইসলামে সদকা হিসেবে বিবেচনা করা হয়-
i. স্বেচ্ছায় দান
ii. বাধ্যতামূলকভাবে প্রদত্ত দান
iii. স্বেচ্ছায় আর্থিক সাহায্য প্রদান
উদ্দীপকের নাজমুল হাসানের অনুসরণকৃত এ প্রথাটির মাধ্যমে-
i. সমাজের ধনী গরিবের বৈষম্য দূর হয়
ii. ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়
iii. আত্মত্যাগের মনোভাব গড়ে ওঠে