কত সালে শিল্প দুর্ঘটনা আইন মোতাবেক শ্রমিক ক্ষতিপূরণ বা শিল্প দুর্ঘটনা বিমা কর্মসূচি গ্রহণ করা হয়?
NASW কীসের মাধ্যমে পেশাদার সমাজকর্মীদের লাইসেন্স প্রদানের উদ্যোগ গ্রহণ করে?
'এনসাইক্লোপিডিয়া অব সোশ্যাল ওয়ার্ক' নামে সমাজকর্মের জ্ঞানকোষ প্রকাশে সফলকাম হয়েছে কোন সংস্থা?
কখন 'The Social Work' পত্রিকা প্রকাশিত হয়?
কোন প্রতিষ্ঠান সমাজকর্ম পেশার নৈতিক মানদণ্ড (Ethical Codes) নির্ধারণ করে?
NASW সমাজকর্মের পেশাগত নৈতিক মানদণ্ড নির্ধারণ করেছে কেন?
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম যাত্রা শুরু করে?
সমাজকর্ম শিক্ষায় সেবার মানোন্নয়নে ১৯৫২ সাল থেকে কোন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে?
CSWE গড়ে তোলা হয়েছিল কেন?
সমাজকর্ম শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে Affirmative Action Policy and Plan বাস্তবায়নের উদ্যোগ নেয় কোন সংগঠন?
আধুনিক সমাজকর্মীদের পেশাগত দিক বিবেচনায় NASW-র আওতায়-
i. নৈতিক মানদণ্ড প্রণয়ন করা হয়
ii. লাইসেন্স প্রদান করা হয়
iii. ব্যবহারিক নীতিমালা প্রণয়ন করা হয়
নিচের কোনটি সঠিক?
NASW প্রতিষ্ঠানটি CSWE-এর কর্মসূচির সাথে সম্পর্কিত বিভিন্ন-
i. শিক্ষানীতি প্রণয়নে কাজ করছে
ii. প্রকল্প প্রণয়নে কাজ করছে
iii. পরিকল্পনা প্রণয়নে কাজ করছে
CSWE-এর কাজের পরিধি হলো-
i. সমাজকর্ম শিক্ষা সংক্রান্ত
ii. সমাজকর্মীদের প্রশিক্ষণ সংক্রান্ত
iii. সমাজকর্ম পেশার মান উন্নয়ন সংক্রান্ত
শিল্প বিপ্লব প্রত্যয়টির নামকরণ করেন কে?
Industria শব্দের অর্থ কী?
'Lectures on the Industrial Revolution in England'-এ শিল্প বিপ্লব ধারণাকে স্পষ্টভাবে তুলে ধরেন কে?
শিল্প বিপ্লবের প্রথম সূচনা হয় কোন দেশে?
শিল্প বিপ্লবের ফলে কোন ক্ষেত্রে অবাধ নীতির প্রচলন ঘটে?
শিল্পায়ন ও শহরায়নকে কীসের প্রত্যক্ষ ফল বলা হয়?
শিল্পায়নের ফলে কোন ধরনের পরিবর্তন হয়?