সামাজিক সমস্যার কয়টি দিক রয়েছে?
একটি রাষ্ট্রের জন্য কোন ধরনের জনসংখ্যা প্রয়োজন?
কীসের মাধ্যমে মানুষের আচরণের ভালো-মন্দ দিক ফুটে ওঠে?
সমাজে উদ্ভূত সামাজিক সমস্যা-
i. সমাজের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করে
ii. উন্নয়ন প্রক্রিয়াকে শ্লথ করে
iii. মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
মূল্যবোধের অবক্ষয় সমাজে-
i. অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে
ii. আবেগীয় সংকট তৈরি করে
iii. সামাজিক আদর্শ সুদৃঢ় করে
কোনো সমস্যা সামাজিক সমস্যা হিসেবে পরিগণিত হবে, যদি-
i. দৃষ্টিভঙ্গিগত পরিমাপযোগ্যতা দেখা যায়
ii. পরিসংখ্যানিক পরিমাপযোগ্যতা থাকে
iii. আইনগত পরিমাপযোগ্যতা বহাল হলে
সামাজিক সমস্যার বৈশিষ্ট্য হলো-
i. অনাকাঙ্ক্ষিত
ii. মূল্যবোধ পরিপন্থি
iii. সমাধানযোগ্য
সমাজবিজ্ঞানী CM Case সামাজিক সমস্যার কারণ হিসেবে চিহ্নিত করেছেন-
i. বিরূপ প্রতিকূল অবস্থাকে
ii. অসংগঠিত ও ত্রুটিপূর্ণ সামাজিক অবস্থাকে
iii. বিভিন্ন দলের মধ্যে সাংস্কৃতিক দ্বন্দ্বকে
সামাজিক কাঠামোর আওতায় বিকাশ লাভ করে-
i. মানুষের আচার-আচরণ
ii. মানুষের ব্যবহার
iii. মানুষের শারীরিক পরিবর্তন
আদিবার বিয়েতে তার বাবা পরিবারের মর্যাদার কথা ভেবে বরপক্ষকে মোটা অংকের যৌতুক প্রদান করে। এক্ষেত্রে যৌতুক আদান-প্রদানে কোন কারণ দায়ী?
যৌতুকের কারণে নির্যাতিত নারীদের তথ্য প্রকাশিত হয় না কেন?
কত সালে যৌতুক নিরোধ আইন প্রণীত হয়?
প্রাচীনকালে যৌতুক প্রথা কোন সমাজের ঐতিহ্য হিসেবে বিবেচিত হতো?
নিচের কোনটি সামাজিক মর্যাদার বিষয় হিসেবে বিবেচিত হয়?
যৌতুকের অন্যতম কারণ কী?
বাংলাদেশের সমাজব্যবস্থায় যৌতুক প্রথা প্রতিনিয়ত ঘটতে দেখা যায়-
i. অর্থনৈতিক দৈন্যের কারণে
ii. অজ্ঞতার কারণে
iii. প্রচলিত মূল্যবোধের কারণে
যৌতুক প্রথা-
i. দায়গ্রস্ত পরিবারে আর্থিক অনটনের কারণ
ii. পারিবারিক ভাঙনের কারণ
iii. দাম্পত্য কলহ সৃষ্টির কারণ
বিবাহের প্রাথমিক শর্ত কী?
কোন ধরনের দেশগুলোয় বাল্যবিবাহের প্রকোপ বেশি?
বাল্যবিবাহের প্রধান কারণ কোনটি?