সমাজকর্মের কোন শাখা সহায়ক কার্যক্রম হিসেবে পরিচিত?
কোনটিকে সমষ্টি সমাজকর্মের পৃথক রূপ বলা হয়?
সমাজকর্মের কোন শাখা ১৯৪৩ সালে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়?
সমাজকর্মের কোন শাখা 'Radical Social Work' হিসেবে পরিচিতি পেয়েছে?
সাহায্যার্থীর সমস্যা সম্পর্কে কে বেশি জানেন?
প্রাথমিকভাবে সাহায্যার্থীর মনো-সামাজিক অনুধ্যান কে পরিচালনা করেন?
বিদ্যালয় সমাজকর্মীরা কাদের নিয়ে কাজ করেন?
রিতা যে প্রতিষ্ঠানে কাজ করে সেখানে ৬০ এর চেয়ে বেশি বয়সী নারী-পুরুষ স্থায়ীভাবে থাকেন। রিতা কাদের নিয়ে কাজ করে?
সামাজিক প্রতিবন্ধী কারা?
জেলখানাগুলোতে আসামিদের সাইকিয়াট্রিক সমাজকর্মের সেবা প্রদান করা হয় কেন?
সমাজকর্মের বিশেষায়িত শাখা হচ্ছে-
i. চিকিৎসা সমাজকর্ম
ii. বিদ্যালয় সমাজকর্ম
iii. ব্যক্তি সমাজকর্ম
নিচের কোনটি সঠিক?
চিকিৎসা সমাজকর্ম রোগীকে-
i. মানসিক সেবা প্রদান করে
ii. চিকিৎসা পরবর্তী পুনর্বাসনের সুযোগ তৈরি করে দেয়
iii. রোগীর সুস্থতা নিশ্চিতের জন্য পরোক্ষভাবে সহায়তা করে
প্রবীণকল্যাণ সমাজকর্মের কাজের ক্ষেত্র হলো-
i. প্রবীণদের চিকিৎসা সেবা প্রদান
ii. প্রবীণদের পুনর্বাসনের ব্যবস্থা করা
iii. প্রবীণদের সার্বিক কল্যাণ সাধন
আদালত সমাজকর্ম বয়স্ক অপরাধীদের-
i. পুনর্বাসনের ব্যবস্থা করে
ii. মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকে
iii. চিকিৎসা সেবা প্রাপ্তিতে সহায়তা করে
কোন সংস্থার সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলকভাবে চিকিৎসা সমাজকর্ম চালু করা হয়?
কত সালে পরীক্ষামূলকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম চালু করা হয়?
চিকিৎসা সমাজকর্ম সমাজকর্মের কোন পদ্ধতির মাধ্যমে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে?
চিকিৎসা সমাজকর্ম বিকাশ লাভ করে-
চিকিৎসা সমাজকর্মের আবির্ভাবে কোন ব্যক্তির অবদান সবচেয়ে বেশি?
কত সালে 'Social Diagnosis' প্রকাশিত হয়?