পরীক্ষা
পরীক্ষা = পরি+ঈক্ষা
ইত্যাদি
ইত্যাদি = ইতি+আদি
ষড়যন্ত্র
ষড়যন্ত্র = ঘট্+যন্ত্র
শিরশ্ছেদ
শিরশ্ছেদ = শিরঃ+ছেদ
প্রত্যূষ
প্রত্যূষ = প্রতি+ঊষ
বাঁচা-মরা
বাঁচা-মরা = বাঁচা ও মরা (দ্বন্দ্ব সমাস)
পুরুষসিংহ
পুরুষসিংহ = পুরুষ সিংহের ন্যায় (উপমিত কর্মধারয়)
উপকূল
উপকূল = কূলের সমীপে (অব্যয়ীভাব সমাস)
গুরুভক্তি
গুরুভক্তি = গুরুকে ভক্তি (চতুর্থী তৎপুরুষ সমাস)
হাতাহাতি
হাতাহাতি = হাতে হাতে যে যুদ্ধ (ব্যতিহার বহুব্রীহি)
হ্ম
হ্ম = হ্+ম
জ্ঞ
জ্ঞ = জ+ঞ
ষ্ণ
ষ্ণ = ষ+ণ
হ্ণ
হ্ণ= হ + ণ
হ্ন
হ্ন = হ + ন
বাংলা সাহিত্যের আদি নিদর্শন কী?
বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ ।
বাংলা গদ্যের জনক কাকে বলা হয়?
বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে?
সতীদাহ প্রথা বিলুপ্ত করেন রাজা রামমোহন রায় ।
'একেই কি বলে সভ্যতা' প্রহসনের লেখক কে?
'একেই কি বলে সভ্যতা' প্রহসনের লেখক মাইকেল মধুসূদন দত্ত ।
'বনফুল' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
'বনফুল' কাব্যগ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ।
ছা-পোষা
ছা-পোষা (অত্যন্ত গরিব): ছা-পোষা কর্মচারীদেরকে নীরবে সবকিছু সহ্য করতে হয়।
আদায়-কাঁচকলায়
আদায়-কাঁচকলায় (শত্রুতা): রহিম ও করিমের মধ্যে মিত্রভাব থাকলেও বর্তমানে আদায় কাঁচকলায় সম্পর্ক।
ইলশেগুঁড়ি
ইলশেগুঁড়ি (গুঁড়ি গুঁড়ি বৃষ্টি): তিনদিন ধরে ইলশে গুঁড়ি, না পারছি বের হতে না পারছি ঘরে থাকতে।
ঊনপঞ্চাশ বায়ু
ঊনপঞ্চাশ বায়ু (পাগলামি): ছেলেটাকে উনপঞ্চাশের বায়ুতে পেয়েছে, পড়াশুনা বাদ দিয়ে শুধু ঘুরে বেড়ায়।
গড্ডলিকা প্রবাহ
গড্ডলিকা প্রবাহ (অন্ধ অনুকরণ): গড্ডলিকা প্রবাহে গা না ভাসিয়ে নিজে কিছু করার মাঝেই মাহাত্ম্য রয়েছে।