একই সময়ে বর্তমান
সমসাময়িক
যার অন্য কোন উপায় নেই
অনন্যোপায়
যে নারী মৃত সন্তান প্রসব করে।
মৃতবৎসা
একই গুরুর শিষ্য
সতীর্থ
হাতির ডাক
বৃংহণ বা বৃংহিত ।
নবান্নের এ উৎসবে আমাদের অনেক করনীয় আছে।
নবান্ন উৎসবে আমাদের অনেক করনীয় আছে।
সকল পাখিগুলো এক সঙ্গে উড়ে গেল।
পাখিগুলো একসঙ্গে উড়ে গেল।
মুমুর্ষু রোগীর সেবা মহৎ কর্ম।
মুমূর্ষু রোগীর সেবা মহৎ কাজ।
পরিষ্কার পোষাক পরিধান করে সে পুরস্কার নিতে এলো।
পরিষ্কার পোষাক পরিধান করে সে পুরস্কার নিতে এলো।
এ খামটি কেবলমাত্র অফিসের কাজে ব্যবহার্য।
খামটি কেবল অফিসের কাজে ব্যবহার্য।
‘কবর’ নাটকের রচয়িতা কে?
মুনীর চৌধুরি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত নাটক 'কবর'।
কোন গ্রন্থের জন্য ও কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন?
গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ Song Offerings এর জন্য ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান।
বাংলা সাহিত্যে ‘সনেট’ এর প্রবর্তক কে?
মাইকেল মধুসূদন দত্ত ।
‘শতদল’ শব্দের অর্থ কি?
শতদল (বিশেষ্য পদ) - কমল, সরোসিজ, পদ্মফুল। একশত দলের সমাহার।
‘সিংহাসন’ এর ব্যাসবাক্যসহ সমাস লিখুন।
সিংহ চিহ্নিত আসন- সিংহাসন (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)।