গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার শিক্ষা মন্ত্রণালয় || সাঁট মুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার অপারেটটর/ অডিটর/ ক্যাটালগার (27-05-2016) || 2016

All

অর্থসহ বাক্য রচনা করুন:
1.

তুলসী বনের বাঘ

Created: 3 months ago | Updated: 5 days ago

তুলসী বনের বাঘ (ভল্ড) = লোকটা দেখতে ধার্মিক হলেও সে আসলে একটা তুলসী বনের বাঘ।

অর্থসহ বাক্য রচনা করুন:
2.

ইঁদুর কপালে 

Created: 3 months ago | Updated: 6 days ago

ইঁদুর কপালে (মন্দভাগ্য) = তোমার মত ইঁদুর কপালে লোক আমি দেখিনি।

অর্থসহ বাক্য রচনা করুন:
3.

কান পাতলা

Created: 3 months ago | Updated: 6 days ago

কান পাতলা (যে সবার কথা বিশ্বাস করে) = কানপাতলা লোকেরা বেশি বিপদে পড়ে।

অর্থসহ বাক্য রচনা করুন:
4.

চোখের পর্দা

Created: 3 months ago | Updated: 4 days ago

চোখের পর্দা (নির্লজ্জ) = লোকটা ঘুষ খোর, চোখের পর্দা নেই।

অর্থসহ বাক্য রচনা করুন:
5.

ফপর দালালি

Created: 3 months ago | Updated: 5 days ago

ফপর দালালি (অতিরিক্ত চালবাজি) = সব জায়গায় ফপর দালালি করতে গেলে বিপদে পড়বে।

এক কথায় প্রকাশ করুনঃ
6.

অতিক্রম করা যায় না যা

Created: 3 months ago | Updated: 4 days ago

অতিক্রম করা যায় না যা = অনতিক্রম্য।

এক কথায় প্রকাশ করুনঃ
7.

জেনেও যে পাপ করে

Created: 3 months ago | Updated: 1 day ago

জেনেও যে পাপ করে = জ্ঞানপাপী।

এক কথায় প্রকাশ করুনঃ
8.

যে গাছের বিস্তর ছায়া হয়

Created: 3 months ago | Updated: 1 day ago

যে গাছের বিস্তর ছায়া হয় = ছায়াতরু।

এক কথায় প্রকাশ করুনঃ
9.

ভোজন করতে যে চায়

Created: 3 months ago | Updated: 1 day ago

ভোজন করতে যে চায় = বুভুক্ষু ।

ভোজন করতে যে চায় = বুভুক্ষু ।

এক কথায় প্রকাশ করুনঃ
10.

যিনি শক্রকে বধ করেছেন

Created: 3 months ago | Updated: 19 hours ago

যিনি শত্রুকে বধ করেছেন = শত্রুঘ্ন।

যিনি শত্রুকে বধ করেছেন = শত্রুঘ্ন।

সন্ধি বিচ্ছেদ করুন:
11.

কথামৃত

Created: 3 months ago | Updated: 11 hours ago

কথামৃত = কথা + অমৃত

সন্ধি বিচ্ছেদ করুন:
12.

অপেক্ষা

Created: 3 months ago | Updated: 11 hours ago

অপেক্ষা = অপ + ঈক্ষা

সন্ধি বিচ্ছেদ করুন:
13.

উন্নতি

Created: 3 months ago | Updated: 6 days ago

উন্নতি = উৎ + নতি।

সন্ধি বিচ্ছেদ করুন:
14.

সন্ধান 

Created: 3 months ago | Updated: 5 days ago

সন্ধান = সম্ + ধান।

সন্ধি বিচ্ছেদ করুন:
15.

ষড়যন্ত্র

Created: 3 months ago | Updated: 5 days ago

ষড়যন্ত্র = ষট্ + যন্ত্র।

শুদ্ধভাবে লিখুন:
16.

সব মাছগুলোর দাম কত?

Created: 3 months ago | Updated: 1 week ago

মাছগুলোর দাম কত?

শুদ্ধভাবে লিখুন:
17.

দৈনতা প্রশংসনীয় নয়।

Created: 3 months ago | Updated: 6 days ago

দীনতা প্রশংসনীয় নয়।

Created: 3 months ago | Updated: 6 days ago

আবশ্যকীয় ব্যয়ে কার্পন্য অনুচিত।

Created: 3 months ago | Updated: 5 days ago

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।

Created: 3 months ago | Updated: 4 days ago

অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভাল নয়।

                                                                                                ‘‘সৃজনশীল পদ্ধতিতে শিক্ষা”

বাংলাদেশে ২০০৮ সাল থেকে সৃজনশীল পদ্ধতির শিক্ষা আরম্ভ হয়। সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা যাচাই করা হয়ে থাকে। শিক্ষার্থীরা পাঠ্য বই এর বিষয়বস্তু কতটা বুঝতে পারছে তা যাচাই করা হয়। সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হবে সে সম্পর্কে শিক্ষার্থীদের কোন পূর্ব ধারণা থাকেনা। নির্দিষ্ট সিলেবাস থেকে তাদের প্রশ্ন করা হয় এবং শিক্ষার্থীদেরকে নিজেদের মত করে উত্তর দিতে হয়। এ পদ্ধতিতে শিক্ষার্থীদেরকে কোন প্রশ্নের উত্তর হুবহু মুখস্ত করতে হয় না। সিলেবাসের বিষয় বুঝে ও উপলব্ধি করে শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান ভবিষ্যতে কাজে লাগাতে পারে। সৃজনশীল পদ্ধতির প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা সহজে দিতে পারে বলে অকৃতকার্যের হার কমবে। আর একই প্রশ্নের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা নেই বলে নকল ও অসদ উপায় গ্রহণেরও পদ্ধতি নেই ।

Related Sub Categories