শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর || উচ্চমান সহকারি (21-06-2018) || 2018

All

                                                                                                        "কর্মক্ষেত্রে নৈতিকতা”

নৈতিকতা হলো নীতি সম্পর্কিত বোধ, এটি একটি মানবিক গুণাবলী যা অন্য আরো অনেক গুণের সমন্বয়ে তৈরি হয়। মানুষ তার পরিবার, সমাজ, রাষ্ট্র ও ধর্মের ওপর ভিত্তি করে সুনির্দিষ্ট কিছু নিয়মনীতি খুব সচেতনভাবে মেনে চলে। সমাজ বা রাষ্ট্র আরোপিত এই সব নিয়ম-নীতি ও আচরণবিধি মানুষের জীবন-যাপনকে প্রভাবিত করে। এই নিয়মগুলো মেনে চলার প্রবণতা, মানসিকতা, নীতির চর্চাই হলো নৈতিকতা। আর কর্মক্ষেত্রে এই নৈতিকতার প্রয়োজনীয়তা অপরিহার্য। আমরা প্রতিদিন কর্মস্থলে কাজ করার পাশাপাশি বেশিরভাগই নিজেদের ব্যক্তিগত, পারিবারিক এবং আরও নানা বিষয়ে আলোচনা করি। এই আলোচনা অনেক সময় সমালোচনা হয়ে যায়। সমালোচনা। মাধ্যমে মানুষ নেতিবাচক ধারণা তৈরি করে। কর্মক্ষেত্রে এর মারাত্মক প্রভাব পড়ে। কাজেই কর্মক্ষেত্রে কাজের পরিবেশ নষ্ট না হয় সেজন্য অপেশাদার এসব কাজ ও সমালোচনা থেকে বিরত থেকে নৈতিকতা প্রতিষ্ঠা করা খুবই জরুরী।

কর্মক্ষেত্রে নৈতিকতা প্রতিষ্ঠা করার কয়েকটি বিষয়ঃ 

পরচর্চা না করাঃ কর্মক্ষেত্রে গল্প-গুজব না করে সবসময় কাজের মধ্যেই ব্যস্ত থাকা প্রয়োজন। এতে অন্য মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা কিংবা সমালোচনা সহজেই এড়িয়ে নৈতিকতা প্রতিষ্ঠা করে ক্যারিয়ারে সাফল্য পাওয়া সম্ভব 

কর্মস্থলে একে অপরের সম্পর্ক রক্ষা করাঃ পেশাগত জীবনে মানুষের সঙ্গে সম্পর্ক অথবা সহকর্মীদের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে পারলে সাফল্য বাড়ে। কাজের পরিবেশ তৈরি হয়। 

মূল্যবোধ ঠিক রাখাঃ বিভিন্ন বিষয়কে মেনে নেওয়া একটি ভালো গুণ। কর্মক্ষেত্রে নিজের সততা কিংবা নিষ্ঠা ত্যাগ না করে। ক্যারিয়ারকে সুগঠনশীল এবং কর্মস্থলকে কাজের উত্তম পরিবেশ হিসেবে তৈরি করা। 

কাজকে মূল্য দিয়ে শুধু অর্থের পেছনে না দৌড়ানোঃ কর্মস্থলে নিজের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে অর্থের পেছনে দৌঁড়ানো হলে কখনও উন্নতি সম্ভব হবে না। কর্মস্থলে কাজকে মূল্যায়ণ করে কাজের নৈতিকতা সৃষ্টি করতে পারলে উন্নয়ন সম্ভব। যার ফলাফল স্বরূপ অর্থ উপার্জন এমনিতেই হতে পারে। 

কাজের লক্ষ্য নির্ধারণঃ কর্মস্থলে নৈতিকতা মূল্যবোধ কে বজায় রেখে কাজের লক্ষ্য অনুযায়ী প্রচেষ্টা করতে পারলে কর্মস্থল উত্তম কর্মস্থলে পরিণত হবে। 

অন্যকে দায়ী না করাঃ কর্মস্থলে যে কোন কাজের বিষয়ে একে অপরকে দায়ী না করে ভুল কাজের সঠিক নিবারণ করে কর্মস্থলকে আবারও উত্তম কর্মস্থল পরিবেশ সৃষ্টি করা জরুরী। 

উন্নতির চেষ্টা করাঃ কর্মস্থলে নৈতিকতা বজায় রেখে যে কোন পরিস্থিতিতে নিজের ও প্রতিষ্ঠানের উন্নতি করার লক্ষ্যে কাজ করতে পারলে সবসময় উন্নয়ন হবে। ক্যারিয়ারে যদি স্থিতিশীলতা অর্জনের চেষ্টা করা হয় এবং নানাভাবে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় যোগ্য হিসেবে প্রমাণ করতে হবে।

২১.০৬.২০১৮ইং                                                                                                                                                                                                                                 ফরিদপুর 

প্রিয় শাওন, 

চিঠির শুরুতেই তোমাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। কিছুদিন আগে শুনলাম তুমি এসএসসি পরীক্ষায় সাফল্যের সাথে পাস করেছো। খবরটা শুনে অনেক ভালো লেগেছে। তবে আমি ইদানিং লক্ষ্য করলাম তুমি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একাউন্ট তৈরি করে সব সময় অনলাইনে থাকছো। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে অনলাইনে প্রযুক্তির সাথে থাকাটা বাঞ্চনীয়। তবে এই ফেসবুক চালনায় সুফলের সাথে বিদ্যমান কুফলের দিক বিদ্যমান। ফেসবুক চালনায় অনেক সময় নেশায় পরিণত হয় বন্ধুবান্ধবদের সাথে ফেসবুকে অনলাইন থাকার জন্য। যা তোমার পড়াশুনার পরবর্তী জীবনে বাধার সৃষ্টি হতে পারে। তাছাড়া পড়াশুনার সময় ফেসবুক ব্যবহারে তোমার জীবনের লক্ষ্য অর্জনের পথ হারিয়ে যেতে পারে। ফেসবুকিং এর বিভিন্ন পেজ সমূহ তোমাকে উৎসাহিত করবে যাতে তুমি অযথাই ফেসবুকে অনলাইনে থেকে সময় নষ্ট করো। ফেসবুক ব্যবহারের ফলে তুমি নানা ধরনের কুকর্মে জড়িত হয়ে যেতে পারো। ফেসবুক ব্যবহারে তুমি অবধাই খারাপ দিক পারো। তোমার এই পড়াশুনা এবং জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে ফেসবুক চালনায় লের থেকে কুফলই বেশি অর্জন কর তাই আমি বড়ভাই হিসেবে তোমার দৃষ্টিআকর্ষণ করে ফেসবুকের নানান কুফল দিক তুলে ধরলাম। 

আমার দোয়া তোমার জন্য সব সময় থাকবে। বাড়ির সকলকে আমার সালাম দিও। 

তোমার বড় ভাই

টুলু                                                                                                                                     

                           

এক কথায় প্রকাশ করুন:
3.

নৌ চলাচলের যোগ্য

Created: 3 months ago | Updated: 1 week ago

নৌ চলাচলের যোগ্য = নাব্য

এক কথায় প্রকাশ করুন:
4.

দিবসের পূর্বভাগ

Created: 3 months ago | Updated: 23 hours ago

দিবসের পূর্বভাগ = পূর্বাহ্ন

এক কথায় প্রকাশ করুন:
5.

যিনি সব জানেন

Created: 3 months ago | Updated: 5 days ago

যিনি সব জানেন = সবজান্তা

এক কথায় প্রকাশ করুন:
6.

আপনার রঙ যে লুকায়

Created: 3 months ago | Updated: 6 days ago

আপনার রঙ যে লুকায় = বর্ণচোরা

এক কথায় প্রকাশ করুন:
7.

যারা এক মতার গর্ভে জন্মেছে

Created: 3 months ago | Updated: 6 days ago

যারা এক মতার গর্ভে জন্মেছে = সহোদর

Related Sub Categories