বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ || অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (27-07-2018) || 2018

All

                                                                                                               পরিবেশ সুরক্ষায় করণীয়

১. প্লাস্টিক জাতীয় অপচনশীল দ্রব্যের ব্যবহার হ্রাস করতে হবে। এবং এটিকে পুনরায় উপযোগী করে ব্যবহার করতে হবে। 

পচনশীল দ্রব্য যেমন: পাট এর ব্যবহার বৃদ্ধি করতে হবে।

৩. ইলেকট্রনিক্স দ্রব্য সামগ্রী পুনরায় ব্যবহারের উপযোগী করতে হবে। 

৪. ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে হবে।

৫. বনায়ন এর জন্য বৃক্ষরোপন করতে হবে। 

৬. জ্বালানী সাশ্রয়ী যান বাহন ব্যবহার করতে হবে। 

৭. কার্বন ডাই-অক্সাইড এর নিঃসরণ কমাতে হবে। 

৮. বন উজার করা বন্ধ করতে হবে। 

৯. অবৈধ নদী দখল বন্ধ করতে হবে। 

১০. দ্রব্য ব্যবহারে 3R পদ্ধতি (Reduce, Re-use & Recycle) ব্যবহার করতে হবে।

অর্থসহ বাক্য রচনা করুন:
2.

গলগ্রহ

Created: 6 months ago | Updated: 9 hours ago

গলগ্রহ (পরের বোঝা হয়ে থাকা) = কারো গলগ্রহ হয়ে থাকা উচিৎ নয়।

অর্থসহ বাক্য রচনা করুন:
3.

হাত ভারি

Created: 6 months ago | Updated: 1 day ago

হাত ভর (কৃপণ) = হাত ভারি লোক কেউ পছন্দ করে না।

অর্থসহ বাক্য রচনা করুন:
4.

শিরে সংক্রান্তি

Created: 6 months ago | Updated: 1 week ago

শিরে সংক্রান্তি (আসন্ন বিপদ) = সমুদ্রের ৯ নং বিপদসংকেত, এ যেন শিরে সংক্রান্তি ।

অর্থসহ বাক্য রচনা করুন:
5.

জগদ্দল পাথর

Created: 6 months ago | Updated: 21 hours ago

জগদ্দল পাথর (গুরুভার) = দায়িত্বটি আমার ঘাড়ে জগদ্দল পাথর হয়ে আছে।

অর্থসহ বাক্য রচনা করুন:
6.

ঊনপঞ্চাশ বায়ু

Created: 6 months ago | Updated: 2 weeks ago

ঊনপঞ্চাশ বায়ু (পাগলামি) = বয়স বেশি হলে উনপঞ্চাশ বায়ু কমাতে হয়।

Created: 6 months ago | Updated: 21 hours ago


আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।

= আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি। / আমি এই ঘটনা চাক্ষুস দেখেছি।

শুদ্ধ করে লিখুন:
8.

দৈন্যতা সব সময় ভাল নয়।

Created: 6 months ago | Updated: 1 day ago

দৈন্যতা সব সময় ভাল নয়।
= দীনতা সব সময় ভাল নয়।

Created: 6 months ago | Updated: 1 week ago

সব বিষয়ে বাহুল্যতা বর্জন করিবে।

= সব বিষয়ে বাহুল্য বর্জন করিবে।

Created: 6 months ago | Updated: 1 day ago

ভাত ছড়ালে শালিকের অভাব হয় না।

= ভাত ছড়ালে কাকের অভাব হয় না।

Created: 6 months ago | Updated: 3 weeks ago

মুমূর্ষু রোগীকে সেবা করা উচিত।

= মুমূর্ষুকে সেবা করা উচিত।

সন্ধি বিচ্ছেদ করুন:
12.

উন্নত

Created: 6 months ago | Updated: 1 day ago

উন্নত = উৎ + নত

সন্ধি বিচ্ছেদ করুন:
13.

দৈনিক

Created: 6 months ago | Updated: 1 day ago

দৈনিক = দিন + এক

সন্ধি বিচ্ছেদ করুন:
14.

উপর্যুপরি

Created: 6 months ago | Updated: 1 day ago

উপর্যুপরি = উপরি + উপরি

সন্ধি বিচ্ছেদ করুন:
15.

দর্শনীয়

Created: 6 months ago | Updated: 1 day ago

দর্শনীয় = দৃশ + অনীয়

সন্ধি বিচ্ছেদ করুন:
16.

চলচ্চিত্র

Created: 6 months ago | Updated: 1 day ago

চলচ্চিত্র = চলৎ + চিত্র

এক কথায় প্রকাশ করুন:
17.

হনন করা ইচ্ছা

Created: 6 months ago | Updated: 1 day ago

হনন করার ইচ্ছা = জিঘাংসা।

এক কথায় প্রকাশ করুন:
18.

যা খাওয়ার যোগ্য

Created: 6 months ago | Updated: 2 weeks ago

যা খাওয়ার যোগ্য = খাদ্য।

এক কথায় প্রকাশ করুন:
19.

যা বলা হয়নি

Created: 6 months ago | Updated: 12 hours ago

যা বলা হয়নি = অনুক্ত ।

এক কথায় প্রকাশ করুন:
20.

যা চিরস্থায়ী নয়

Created: 6 months ago | Updated: 3 weeks ago

যা চিরস্থায়ী নয় = নশ্বর।

এক কথায় প্রকাশ করুন:
21.

যে নারীর সন্তান বাঁচে না

Created: 6 months ago | Updated: 2 weeks ago

যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা।

বিপরীত শব্দ লিখুন:
22.

অলীক

Created: 6 months ago | Updated: 21 hours ago

অলীক = বাস্তব

বিপরীত শব্দ লিখুন:
23.

কনিষ্ঠ

Created: 6 months ago | Updated: 3 weeks ago

কনিষ্ঠ = জোষ্ঠ

বিপরীত শব্দ লিখুন:
24.

দুষ্কৃতি

Created: 6 months ago | Updated: 1 day ago

দুস্কৃতি = সুকৃতি

বিপরীত শব্দ লিখুন:
25.

সংশয়

Created: 6 months ago | Updated: 19 hours ago

সংশয় = প্রত্যয়

বিপরীত শব্দ লিখুন:
26.

স্মরণ

Created: 6 months ago | Updated: 19 hours ago

স্মরণ = বিস্মরণ