ভারতের মোট রাজ্য সংখ্যা ২৮টি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ‘আগরতলা’ ত্রিপুরা রাজ্যের রাজধানী।

ভারত হলো ২৮টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় রাজ্যসংঘ।এই দেশের প্রথম স্তরের প্রশাসনিক বিভাগের সংখ্যা ৩৬। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আবার জেলা ও ক্ষুদ্রতর প্রশাসনিক বিভাগে বিভক্ত।

 

Created: 8 months ago | Updated: 12 hours ago

কার্ল মাক্স জার্মান দার্শনিক, বিপ্লবী, অর্থনীতিবিদ, সমাজতান্ত্রিক ও ইতিহাসবেত্তা। তিনি ৫ মে ১৮১৮ সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন এবং ১৪ মার্চ ১৮৮৩ সালে লন্ডনে মৃত্যুবরণ করেন। ২০১৮ সালে তার ২০০ তম জন্মদিন পালিত হয়েছে।

যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দিন
3.

পৃথিবীর নতুন সপ্তাশ্চর্য কী কী?

Created: 8 months ago | Updated: 12 hours ago

পৃথিবীর নতুন সপ্তাশ্চর্যগুলো হলোঃ

১. চিচেন ইৎজা (ইউকাতান, মেক্সিকো)

২. স্ট্যাচু অব ক্রাইস্ট দ্য রিডিমার (ব্রাজিল)

৩. চীনের মহাপ্রাচীর (চীনের উত্তর সীমান্ত)

৪. মাচুপিচু (পেরু)

৫. পেত্রা নগরী (জর্ডান)

৬. কলোজিয়াম (ইতালি)

৭. তাজমহল (ভারত)

বাংলাদেশ ভবন' পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ২০১৮ সালের ২৫ মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভবনটি উদ্বোধন করেন।

দেশগুলোর রাজধানী ও মুদ্রার নাম লিখুনঃ
5.

অস্ট্রেলিয়া

Created: 8 months ago | Updated: 12 hours ago

অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হলো ক্যানবেরা এবং মুদ্রার নাম অস্ট্রেলিয়ান ডলার

দেশগুলোর রাজধানী ও মুদ্রার নাম লিখুনঃ
6.

জর্ডান

Created: 8 months ago | Updated: 12 hours ago

জর্ডান এর রাজধানীর নাম হলো আম্মান এবং মুদ্রার নাম দিনার। 

দেশগুলোর রাজধানী ও মুদ্রার নাম লিখুনঃ
7.

মিয়ানমার

Created: 8 months ago | Updated: 15 hours ago

মিয়ানমার এর রাজধানীর নাম হলো নাইপিদো এবং মুদ্রার নাম কিয়াট

দেশগুলোর রাজধানী ও মুদ্রার নাম লিখুনঃ
8.

চীন

Created: 8 months ago | Updated: 1 week ago

চীন এর রাজধানীর নাম হলো বেইজিং এবং মুদ্রার নাম রেনমেনবি/ইউয়ান

দেশগুলোর রাজধানী ও মুদ্রার নাম লিখুনঃ
9.

মালয়েশিয়া

Created: 8 months ago | Updated: 6 days ago

মালয়েশিয়া এর রাজধানীর নাম হলো কুয়ালালামপুর এবং মুদ্রার নাম রিঙ্গিত

দেশগুলোর রাজধানী ও মুদ্রার নাম লিখুনঃ
10.

থাইল্যান্ড

Created: 8 months ago | Updated: 1 week ago

থাইল্যান্ড এর রাজধানীর নাম হলো ব্যাংকক এবং মুদ্রার নাম বাথ

যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দিন:
11.

CIRDAP-এর পূর্ণরূপ কী? এর প্রধান কার্যালয় কোথায়?

Created: 8 months ago | Updated: 1 week ago

CIRDAP-এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and Pacific. এর সদর দপ্তর ঢাকার চামেলী হাউজে অবস্থিত।

Created: 8 months ago | Updated: 15 hours ago

প্রাচীন ভারতবর্ষে দাবা খেলার উৎপত্তি হয়। দাবা খেলার পূর্বনাম চতুরঙ্গ।

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচে পর পর অর্ধশত ও শতকরা রান করেন বাংলাদেশের মোহাম্মদ মিঠুন ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

আফ্রিকা মহাদেশকে ইউরোপ মহাদেশ হতে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী । সুয়েজ খাল মিশরে অবস্থিত। 

যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দিন:
15.

SAPTA ও SAFTA এর পূর্ণরূপ কী?

Created: 8 months ago | Updated: 1 week ago

SAPTA - এর পূর্ণরূপ SAARC Perferential Trading Arrangement. 

SAFTA - এর পূর্ণরূপ South Asian Free Trade Area.

Related Sub Categories