প্রত্যুশ
প্রত্যুশ = প্রত্যূষ ।
দুর্নিতি
দুর্নিতি = দুর্নীতি ।
কুজুটিকা
কুজুটিকা = কুজ্ঝটিকা ।
বাল্মিকী
বাল্মিকী = বাল্মীকি ৷
ইতমধ্যে
ইতমধ্যে = ইতোমধ্যে।
কদর্থ
কদর্থ = কু যে অর্থ (কর্মধারায় সমাস)।
ছাত্রবৃন্দ
ছাত্রবৃন্দ = ছাত্রের বৃন্দ (তৎপুরুষ সমাস)।
উচ্ছৃঙ্খল
উচ্ছৃঙ্খল = শৃঙ্খলাকে অতিক্রান্ত (অব্যয়ীভাব সমাস)।
সহকর্মী
সহকর্মী = সমান কর্মী যে (বহুব্রীহি সমাস)।
দম্পতি
দম্পতি = জায়া ও পতি (দ্বন্দ সমাস) ।
ঘোড়াকে চাবুক মার
ঘোড়াকে চাবুক মার = করণ কারকে শূন্য বিভক্তি ।
প্রভাতে সূর্য উঠে
প্রভাতে সূর্য উঠে = অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি ৷
শিক্ষককে শ্রদ্ধ কর।
শিক্ষককে শ্রদ্ধ কর = সম্প্রদানে চতুর্থী।
বোঁটা - আলগা ফল গাছে থাকে না
বোঁটা-আলগা ফল গাছে থাকে না = অপাদানে শূন্য বিভক্তি ।
তাকে বল
তাকে বল = কর্মে সপ্তমী ।
প্রেষণ
প্রেষণ = প্র + এষণ ।
পুনরায়
পুনরায় = পুনঃ + আয়।
নিজন্ত
নিজন্ত = নিচ্ + অন্ত ।
গঙ্গোর্মি
গঙ্গোর্মি = গঙ্গা + ঊর্মি
তন্ময়
তন্ময় = তৎ + ময়।
যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে
যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে = অবিমৃষ্যকারী।
যা অধ্যায়ন করা হয়েছে
যা অধ্যায়ন করা হয়েছে = অধীত ।
নষ্ট হওয়াই স্বভাব যার
নষ্ট হওয়াই স্বভাব যার = নশ্বর ।
এক থেকে শুরু করে ক্রমাগত
এক থেকে শুরু করে ক্রমাগত = একাদিক্রমে
যা ভেদ করা দুঃসাধ্য
যা ভেদ করা দুঃসাধ্য = দুর্ভেদ্য।