বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন || সহকারী প্রশাসনিক কর্মকর্তা (04-12-2020) || 2020

All

এক কথায় প্রকাশ করুনঃ
1.

মহান আশয় যার

Created: 2 months ago | Updated: 4 days ago

মহান আশয় যার = মহাশয়।

এক কথায় প্রকাশ করুনঃ
2.

বান্ধবের সাথে বর্তমান

Created: 2 months ago | Updated: 4 days ago

বান্ধবের সাথে বর্তমান = সবান্ধব ।

এক কথায় প্রকাশ করুনঃ
3.

যা কখনো নষ্ট হয় না

Created: 2 months ago | Updated: 4 days ago

যা কখনো নষ্ট হয় না = অবিনশ্বর।

এক কথায় প্রকাশ করুনঃ
4.

শোক দ্বারা আতুর

Created: 2 months ago | Updated: 4 days ago

শোক দ্বারা আতুর = শোকাতুর ।

বাগধারা গুলোর অর্থ লিখুন
5.

ইঁদুর কপালে

Created: 2 months ago | Updated: 11 hours ago

ইঁদুর কপালে (মন্দভাগ্য): তোমার মত ইঁদুর কপালে লোক আমি দেখিনি।

বাগধারা গুলোর অর্থ লিখুন
6.

বিড়াল তপস্বী

Created: 2 months ago | Updated: 11 hours ago

বিড়াল তপস্বী (ভণ্ড লোক): সাধু সেজে তাকলেও সে যে আসলে একটি বিড়াল তপস্বী তা এখন সবাই বুঝে গেছে।

বাগধারা গুলোর অর্থ লিখুন
7.

নয় ছয়

Created: 2 months ago | Updated: 11 hours ago

নয় ছয় (অপচয়): নয়ছয় কারীকে কেউ পছন্দ করে না।

বাগধারা গুলোর অর্থ লিখুন
8.

ভানুমতির খেলা

Created: 2 months ago | Updated: 4 days ago

ভানুমতির খেলা (অবিশ্বাস্য ব্যাপার): না পড়ে প্রথম বিভাগে পাস করে সে ভানুমতীর খেল দেখিয়েছে।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
9.

অন্যান্য

Created: 2 months ago | Updated: 11 hours ago

অন্যান্য = অন্য + অন্য।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
10.

ততোধিক

Created: 2 months ago | Updated: 4 days ago

ততোধিক = ততঃ + অধিক।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
11.

অত্যন্ত

Created: 2 months ago | Updated: 11 hours ago

অত্যন্ত = অতি + অন্ত ।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
12.

স্বাধীন

Created: 2 months ago | Updated: 4 days ago

স্বাধীন = স্ব + অধীন।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
13.

কালান্তর

Created: 2 months ago | Updated: 4 days ago

কালান্তর = অন্য কাল (নিতা সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
14.

দুধভাত

Created: 2 months ago | Updated: 4 days ago

দুধভাত (অপশনটি ভুল) শুদ্ধ হবে দুধে-ভাতে = দুধ মিশ্রিত ভাত (মধ্যপদলোপী কর্মধারায় সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
15.

হাভাত

Created: 2 months ago | Updated: 4 days ago

হাভাত = ভাতের অভাব (অব্যয়ীভাব)।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
16.

চুলাচুলি

Created: 2 months ago | Updated: 4 days ago

চুলাচুলি = চুলে চুলে যে যুদ্ধ (বাতিহার বহুবীহি)।

অল্পবিদ্যা ভয়ংকরী

বিদ্যা অমূল্য সম্পদ। মানব কল্যানে বিদ্যার দান অপরিসীম। সভ্যতার অগ্রযাত্রায় অপরিসীম অবদান রেখে যাচ্ছে বিদ্যা বা জ্ঞান। মানুষের জীবনকে সুন্দর ও বিকশিত করে বিদ্যা বা জ্ঞান। বিদ্যানের মর্যাদা সর্বত্র। তবে স্বল্প শিক্ষিত লোকের আগ্রচার অকল্যানকর, তাই বলা হয় অন্ন বিদ্যা ভয়ঙ্কর ।

"A little learning is dangerous thing"

যারা স্বল্প শিক্ষিত ও যন্ত্র জ্ঞানের অধিকারী তারা নিজেদের অজ্ঞতাকে ঢেকে রাখে। তারা যতটা জ্ঞানী তার থেকে প্রচার করে বেশি। আর প্রকৃত জ্ঞানী কখনও আত্ম-প্রচারে ব্যস্ত হন না। জল ভরা কলস আর শূন্য কলসের যেমনি একটা পার্থক্য আছে, তেমনি পার্থক্য রয়েছে যন্ত্রবিদ্যা অর্জনকারী আর জ্ঞানীদের মধ্যে। বিদ্যান ব্যক্তিরা অল্প শিক্ষিত লোকদের মতে আকালন করেন না ৷ প্রকৃত বিধান সব সময়ই বিনয় দান করেন। নিজের অর্জিত জ্ঞানের পরিচয় দিতে গিয়ে "জ্ঞান-সমুদ্রের তীরে আমি নুড়ি কুড়াচ্ছি মাত্র” নিউটন ৷

অনেক জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও বিদ্যা তাকে বিনয়ী করেছে। অন্যদিকে স্বল্প শিক্ষিত ব্যক্তিরা নিজেদেরকে সবজান্তার ভান করে নানাভাবে সমাজের ক্ষতি সাধন করে। যেমনি করে থাকে হাতুড়ে ডাক্তার। এতে অনেক রোগীর প্রাণ বিপন্ন হয়। তাই যে কোন বিষয়ে পরিপূর্ণ শিক্ষা অর্জন প্রয়োজন। মাঝামাঝি পর্যায়ের কোন শিক্ষাই ফলপ্রসূ নয়। এজন্যই বলা হয় অল্প বিদ্যা ভয়ঙ্কর ।

Related Sub Categories