মহান আশয় যার
মহান আশয় যার = মহাশয়।
বান্ধবের সাথে বর্তমান
বান্ধবের সাথে বর্তমান = সবান্ধব ।
যা কখনো নষ্ট হয় না
যা কখনো নষ্ট হয় না = অবিনশ্বর।
শোক দ্বারা আতুর
শোক দ্বারা আতুর = শোকাতুর ।
ইঁদুর কপালে
ইঁদুর কপালে (মন্দভাগ্য): তোমার মত ইঁদুর কপালে লোক আমি দেখিনি।
বিড়াল তপস্বী
বিড়াল তপস্বী (ভণ্ড লোক): সাধু সেজে তাকলেও সে যে আসলে একটি বিড়াল তপস্বী তা এখন সবাই বুঝে গেছে।
নয় ছয়
নয় ছয় (অপচয়): নয়ছয় কারীকে কেউ পছন্দ করে না।
ভানুমতির খেলা
ভানুমতির খেলা (অবিশ্বাস্য ব্যাপার): না পড়ে প্রথম বিভাগে পাস করে সে ভানুমতীর খেল দেখিয়েছে।
অন্যান্য
অন্যান্য = অন্য + অন্য।
ততোধিক
ততোধিক = ততঃ + অধিক।
অত্যন্ত
অত্যন্ত = অতি + অন্ত ।
স্বাধীন
স্বাধীন = স্ব + অধীন।
কালান্তর
কালান্তর = অন্য কাল (নিতা সমাস)।
দুধভাত
দুধভাত (অপশনটি ভুল) শুদ্ধ হবে দুধে-ভাতে = দুধ মিশ্রিত ভাত (মধ্যপদলোপী কর্মধারায় সমাস)।
হাভাত
হাভাত = ভাতের অভাব (অব্যয়ীভাব)।
চুলাচুলি
চুলাচুলি = চুলে চুলে যে যুদ্ধ (বাতিহার বহুবীহি)।
অল্পবিদ্যা ভয়ংকরী
বিদ্যা অমূল্য সম্পদ। মানব কল্যানে বিদ্যার দান অপরিসীম। সভ্যতার অগ্রযাত্রায় অপরিসীম অবদান রেখে যাচ্ছে বিদ্যা বা জ্ঞান। মানুষের জীবনকে সুন্দর ও বিকশিত করে বিদ্যা বা জ্ঞান। বিদ্যানের মর্যাদা সর্বত্র। তবে স্বল্প শিক্ষিত লোকের আগ্রচার অকল্যানকর, তাই বলা হয় অন্ন বিদ্যা ভয়ঙ্কর ।
"A little learning is dangerous thing"
যারা স্বল্প শিক্ষিত ও যন্ত্র জ্ঞানের অধিকারী তারা নিজেদের অজ্ঞতাকে ঢেকে রাখে। তারা যতটা জ্ঞানী তার থেকে প্রচার করে বেশি। আর প্রকৃত জ্ঞানী কখনও আত্ম-প্রচারে ব্যস্ত হন না। জল ভরা কলস আর শূন্য কলসের যেমনি একটা পার্থক্য আছে, তেমনি পার্থক্য রয়েছে যন্ত্রবিদ্যা অর্জনকারী আর জ্ঞানীদের মধ্যে। বিদ্যান ব্যক্তিরা অল্প শিক্ষিত লোকদের মতে আকালন করেন না ৷ প্রকৃত বিধান সব সময়ই বিনয় দান করেন। নিজের অর্জিত জ্ঞানের পরিচয় দিতে গিয়ে "জ্ঞান-সমুদ্রের তীরে আমি নুড়ি কুড়াচ্ছি মাত্র” নিউটন ৷
অনেক জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও বিদ্যা তাকে বিনয়ী করেছে। অন্যদিকে স্বল্প শিক্ষিত ব্যক্তিরা নিজেদেরকে সবজান্তার ভান করে নানাভাবে সমাজের ক্ষতি সাধন করে। যেমনি করে থাকে হাতুড়ে ডাক্তার। এতে অনেক রোগীর প্রাণ বিপন্ন হয়। তাই যে কোন বিষয়ে পরিপূর্ণ শিক্ষা অর্জন প্রয়োজন। মাঝামাঝি পর্যায়ের কোন শিক্ষাই ফলপ্রসূ নয়। এজন্যই বলা হয় অল্প বিদ্যা ভয়ঙ্কর ।