স্বাস্থ্য অধিদপ্তর || মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) (18-12-2020) || 2020

All

উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য হলো উপসর্গ থাকে শব্দ বা ধাতুর আগে আর প্রত্যয় থাকে পরে।

সোনার বাংলা গড়বো মোরা' হলো করণ কারক। উল্লেখ্য, ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।

নীল যে আকাশ = নীলাকাশ হলো কর্মধারয় সমাস। উল্লেখ্য, যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।

‘লাজুক লতা' (১৯৫৪) গ্রন্থটির রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। এটি মানিক বন্দোপাধ্যায়ের একটি ছোটগল্প। তাঁর রচিত অন্যান্য গল্পগ্রন্থগুলোঃ অতসী মামী ও অন্যান্য গল্প (১৯৩৫), প্রাগৈতিহাসিক (১৯৩৭), মিহি ও মোটা কাহিনী (১৯৩৮), সরীসৃপ (১৯৩৯), বৌ (১৯৪৩), সমুদ্রের স্বাদ (১৯৪৩) ইত্যাদি ।

বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের কৃতিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
6.

বাগীশ

Created: 6 months ago | Updated: 2 days ago

বাগীশ = বাক্ + ঈশ

সন্ধি বিচ্ছেদ করুনঃ
7.

ষড়যন্ত্র

Created: 6 months ago | Updated: 3 days ago

ষড়যন্ত্র = ষট্ + যন্ত্ৰ ৷

শব্দের আদিতে বসে না এমন দুটি বাংলা ধ্বনি হলো ‘ঙ এবং ঞ'। উল্লেখ্য, শব্দের আদিতে বসে না এমন বাংলা ব্যঞ্জনবর্ণ ৬টি। এগুলো হলোঃ ঙ, ঞ, ৎ, ং,ঃ, ।

ত, থ, দ, ধ, ন'। উল্লেখ্য, এই পাঁচটি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণে জিহ্বা সম্মুখে প্রসারিত হয় এবং অগ্রভাগে ওপরের দাঁতের পাটির গোড়ার দিকে স্পর্শ করে। এদের বলা হয় দন্ত্য ধ্বনি।

বিপরীত শব্দ লিখঃ
10.

অনুরূক্ত

Created: 6 months ago | Updated: 12 hours ago

অনুরূক্ত = বিরক্ত।

বিপরীত শব্দ লিখঃ
11.

অলস

Created: 6 months ago | Updated: 2 days ago

অলস = পরিশ্রমী ।

সমার্থক শব্দ লিখুন (২ টি করে):
12.

কপাল

Created: 6 months ago | Updated: 2 days ago

কপাল এর সমার্থক শব্দঃ ললাট; ভাগ্য; অদৃষ্ট; বিধিলিপি; করোটি; মাথার খুলি ইত্যাদি ।

সমার্থক শব্দ লিখুন (২ টি করে):
13.

ধন

Created: 6 months ago | Updated: 23 hours ago

ধন এর সমার্থক শব্দঃ টাকাকড়ি; অর্থ; সম্পদ; সম্বল ইত্যাদি।

এক কথায় প্রকাশ করুনঃ
14.

গমন করার ইচ্ছা

Created: 6 months ago | Updated: 2 days ago

গমন করার ইচ্ছা = জিগমিষা ।

এক কথায় প্রকাশ করুনঃ
15.

যে নারী সাগরে বিচরণ করে

Created: 6 months ago | Updated: 23 hours ago

যে নারী সাগরে বিচরণ করে = সাগরিকা।

অর্থসহ বাক্য রচনা করুন
16.

কতশত

Created: 6 months ago | Updated: 2 days ago

কতশত (অসংখ্য বা অপরিমেয়): কতশত আছে নীতি কথামালা, বাস্তবে কেউ মানে না ।

অর্থসহ বাক্য রচনা করুন
17.

কচুবনের

Created: 6 months ago | Updated: 12 hours ago

কচুবনের কালাচাঁদ (অপদার্থ): সুমনের মত এমন কচুবনের কালাচাঁদ আর দেখিনি বাবা ।

Created: 6 months ago | Updated: 2 days ago

তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন

= তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন।

Created: 6 months ago | Updated: 12 hours ago

বাংলাদেশ একটি উন্নতশীল দেশ

= বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।