এক কথায় প্রকাশ করুন:
1.

যা জলে চরে

Created: 6 months ago | Updated: 1 day ago

যা জলে চরে = খেচর। 

এক কথায় প্রকাশ করুন:
2.

যে গাছে ধরে কিন্তু ফুল ধরেনা

Created: 6 months ago | Updated: 1 day ago

গাছে ফল ধরে কিন্তু ফুল ধরেনা = বনস্পতি 

এক কথায় প্রকাশ করুন:
3.

অতি দীর্ঘ নয় যা

Created: 6 months ago | Updated: 22 hours ago

অতি দীর্ঘ নয় যা = নাতিদীর্ঘ 

বাক্যগুলোকে চলিত ভাষায় রূপান্তর করুন:
4.

আমি তাহাকে চিঠি লিখিয়াছি।

Created: 6 months ago | Updated: 1 day ago

আমি তাহাকে চিঠি লিখিয়াছি 

= আমি তাকে চিঠি লিখেছি।

বাক্যগুলোকে চলিত ভাষায় রূপান্তর করুন:
5.

তাঁহারা আটটার পূর্বেই ডাক- বাংলায় উপস্থিত হইলেন।

Created: 6 months ago | Updated: 1 day ago

তাঁহারা আটটার পূর্বেই ডাক-বাংলায় উপস্থিত হইলেন। 

= তারা আটটার আগেই ডাক-বাংলায় উপস্থিত হলেন।

নিচের দ্বিরুক্তি শব্দগুলো দিয়ে বাক্য রচনা করুন।
6.

বাড়ি বাড়ি

Created: 6 months ago | Updated: 1 day ago

বাড়ি বাড়ি = প্রত্যেক রবিবার আমরা খনি নিয়ে বাড়ি বাড়ি থেকে চাউল উঠিয়ে আনতাম ।

নিচের দ্বিরুক্তি শব্দগুলো দিয়ে বাক্য রচনা করুন।
7.

ছোট ছোট

Created: 6 months ago | Updated: 12 hours ago

ছোট ছোট = ছোট ছোট ছেলে মেয়েরা বিভিন্ন রকমের গেইম খেলে তাদের সময় অপচয় করছে।

                                                                                                              ‘‘হালখাতা”

হালখাতা হচ্ছে বঙ্গাব্দ বা বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হাল নাগাদ করার প্রক্রিয়া। বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা-পাওনার হিসাব সমন্বয় করে এদিন হিসাবের নতুন খাতা খোলেন। এজন্য খদ্দেরদের বিনীতভাবে পাওনা শোধ করার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়; শুভ হালখাতা কার্ড-এর মাধ্যমে ঐ বিশেষ দিনে দোকানে আসার নিমন্ত্রণ জানানো হয়। এই উপলক্ষে নববর্ষের দিন ব্যবসায়ীরা তাদের খদ্দেরদের মিষ্টি মুখ করান। খদ্দেররাও তাদের সামর্থ অনুযায়ী পুরনো দেনা শোধ করে দেন। আগেকার দিনে ব্যবসায়ীরা একটি মাত্র মোটা খাতায় তাদের যাবতীয় হিসাব লিখে রাখতেন। এই খাতাটি বৈশাখের প্রথম দিনে নতুন করে হালনাগাদ করা হতো। হিসাবের খাতা হাল নাগাদ করা থেকে 'হালখাতা'-র উদ্ভব। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছোট বড় মাঝারি যেকোনো দোকানেই এটি পালন করা হয়ে থাকে।