ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন || উপ কর কর্মকর্তা (25-06-2021) || 2021

All

প্রকৃতি ও প্রত্যয় নিরূপন করুন:
1.

ঝড়ো

Created: 3 months ago | Updated: 3 days ago

ঝড়ো = ঝড় + উয়া : ঝড়োয়া > ঝড়ো (কৃৎ প্রত্যয়)।

প্রকৃতি ও প্রত্যয় নিরূপন করুন:
2.

বৈজ্ঞানিক

Created: 3 months ago | Updated: 3 days ago

বৈজ্ঞানিক = বিজ্ঞান + ষ্ণিক (তদ্ধিত প্রত্যয়)

সন্ধি বিচ্ছেদ করুন:
3.

উত্থান

Created: 3 months ago | Updated: 3 days ago

উত্থান = উৎ + স্থান। 

সন্ধি বিচ্ছেদ করুন:
4.

ভাস্কর

Created: 3 months ago | Updated: 3 days ago

ভাস্কর = ভাঃ + কর।

সন্ধি বিচ্ছেদ করুন:
5.

পুনশ্চ

Created: 3 months ago | Updated: 3 days ago

পুনশ্চ = পুনঃ + চ। 

সন্ধি বিচ্ছেদ করুন:
6.

রাজ্ঞী

Created: 3 months ago | Updated: 3 days ago

রাজ্ঞী = রাজ্ + নী।

বিপরীত শব্দ লিখুন।
7.

হরণ

Created: 3 months ago | Updated: 3 days ago

হরণ = পূরণ ।

বিপরীত শব্দ লিখুন।
8.

নন্দিত

Created: 3 months ago | Updated: 1 day ago

নন্দিত = নিন্দিত।

বিপরীত শব্দ লিখুন।
9.

ঐহিক

Created: 3 months ago | Updated: 1 day ago

ঐহিক = পারত্রিক

বিপরীত শব্দ লিখুন।
10.

সচেষ্ট

Created: 3 months ago | Updated: 1 day ago

সচেষ্ট = নিশ্চেষ্ট।

ঐতিহাসিক ৬ দফার প্রবক্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্র চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গভীর ও সুস্পষ্ট রূপ লাভ করে ৬ দফার স্বায়ত্তশাসন দাবিনামায়। ১৯৬৬ সালের ৫ থেকে ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে যোগদান কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। সেখানে তিনি সংবাদ সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগে অধিকার রক্ষার জন্য ৬ দফা দাবি তুলে ধরেন। দফাগুলো হলোঃ

০১. পাকিস্তান যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনে সংসদীয় পদ্ধতির সরকার হবে। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্ত বয়স্কে ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে।

০২. কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুটি বিষয় থাকবে, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যান্য সকল বিষয়ে অঙ্গরাজ্যগুলে পূর্ণ ক্ষমতা থাকবে । 

০৪. সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্বের। একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে।

০৫. অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে, এর নির্ধারিত অংশ তারা কেন্দ্রকে দেবে। 

০৬. অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া।

Related Sub Categories