ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন || রেভিনিউ সুপারভাইজার || 2021

All

লেখকের নাম লিখুন:
1.

একাত্তরের দিনগুলি

Created: 3 months ago | Updated: 5 days ago

একাত্তরের দিনগুলি = জাহানারা ইমাম।

লেখকের নাম লিখুন:
2.

তেইশ নম্বর তৈলচিত্র

Created: 3 months ago | Updated: 3 days ago

তেইশ নম্বর তৈলচিত্র = আলাউদ্দিন আল আজাদ।

বিপরীত শব্দ লিখুন:
3.

দুর্জন

Created: 3 months ago | Updated: 3 days ago

দুর্জন = সজ্জন

বিপরীত শব্দ লিখুন:
4.

পন্ড

Created: 3 months ago | Updated: 3 days ago

পন্ড = সফল।

সন্ধি বিচ্ছেদ করুন:
5.

স্বল্প

Created: 3 months ago | Updated: 3 days ago

স্বল্প = সু + অল্প। 

সন্ধি বিচ্ছেদ করুন:
6.

আশীর্বাদ

Created: 3 months ago | Updated: 3 days ago

আশীর্বাদ = আশীঃ + বাদ।

শুদ্ধ বানান লিখুন:
7.

আকাংখা

Created: 3 months ago | Updated: 6 days ago

আকাংখা = আকাঙ্ক্ষা।

শুদ্ধ বানান লিখুন:
8.

আনুসাঙ্গিক

Created: 3 months ago | Updated: 3 days ago

আনুসাঙ্গিক = আনুষঙ্গিক ।

Created: 3 months ago | Updated: 3 days ago

যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি।

এক কথায় প্রকাশ:
10.

অপকার করার ইচ্ছা

Created: 3 months ago | Updated: 3 days ago

অপকার করার ইচ্ছা = অপচিকীর্ষা।

কাক ভূষন্ডী (দীর্ঘজীবী; বহুদর্শী) = সব অধ্যাপকই ভূষণ্ডির কাক হতে পারে না।

                                                                                                          দেশের উন্নয়নে করের ভূমিকা

দিন দিন বড় হচ্ছে দেশের অর্থনীতি। ফলে বাড়ছে বাজেটের আকার। আর বর্ধিত বাজেট বাস্তবায়নের দরকার হচ্ছে অধিক অর্থের। কিন্তু বিদেশি অর্থের উৎস তুলনামূলক অনেক ছোট হয়ে আসায় এখন বাজেট বাস্তবায়নে বড় ভূমিকা রাখছে অভ্যন্তরীন উৎসগুলো। যার মধ্যে ভ্যাট অন্যতম। 

আয়কর আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি ভিত্তি। সরকারের রাজস্ব আয়ের একটি বড় খাত আয়কর। নাগরিকদের দেয়া কর থেকে যে আয় হয়, সরকার রাষ্ট্রের উন্নয়নে এই অর্থ ব্যয় করে। আমাদের দেশের সক্ষম অনেকে আয়কর দেয় না। দেশের মোট সক্ষম জনসংখ্যার অনুপাতে মাত্র ৩০ লাখ করদাতার সংখ্যাটি নিতান্তই হতাশাব্যঞ্জক। দেশের উন্নয়নের স্বার্থে আয়করদাতার সংখ্যা বাড়াতেই হবে। দেশের অর্থৈনতিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আয়কর প্রদান ও আদায়ের হার বৃদ্ধি করতে হবে। যাদের আয়সীমা কর দেয়ার মধ্যে রয়েছে, তাদের উচিত সময়মতো কর পরিশোধ করা। কর ফাঁকি কিংবা কর দিতে অনীহা দেশের জন্য মঙ্গলজনক নয়। মূলত যাদের মধ্যে কর ফাঁকি দেয়ার প্রবণতা রয়েছে, তারা রাষ্ট্রকে ফাঁকি দিচ্ছেন না, আদতে নিজেকেই ফাঁকি দিচ্ছেন।

Related Sub Categories