একাত্তরের দিনগুলি
একাত্তরের দিনগুলি = জাহানারা ইমাম।
তেইশ নম্বর তৈলচিত্র
তেইশ নম্বর তৈলচিত্র = আলাউদ্দিন আল আজাদ।
দুর্জন
দুর্জন = সজ্জন
পন্ড
পন্ড = সফল।
স্বল্প
স্বল্প = সু + অল্প।
আশীর্বাদ
আশীর্বাদ = আশীঃ + বাদ।
আকাংখা
আকাংখা = আকাঙ্ক্ষা।
আনুসাঙ্গিক
আনুসাঙ্গিক = আনুষঙ্গিক ।
যার উপস্থিত বুদ্ধি আছে
যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি।
অপকার করার ইচ্ছা
অপকার করার ইচ্ছা = অপচিকীর্ষা।
কাক ভূষন্ডী (দীর্ঘজীবী; বহুদর্শী) = সব অধ্যাপকই ভূষণ্ডির কাক হতে পারে না।
দেশের উন্নয়নে করের ভূমিকা
দিন দিন বড় হচ্ছে দেশের অর্থনীতি। ফলে বাড়ছে বাজেটের আকার। আর বর্ধিত বাজেট বাস্তবায়নের দরকার হচ্ছে অধিক অর্থের। কিন্তু বিদেশি অর্থের উৎস তুলনামূলক অনেক ছোট হয়ে আসায় এখন বাজেট বাস্তবায়নে বড় ভূমিকা রাখছে অভ্যন্তরীন উৎসগুলো। যার মধ্যে ভ্যাট অন্যতম।
আয়কর আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি ভিত্তি। সরকারের রাজস্ব আয়ের একটি বড় খাত আয়কর। নাগরিকদের দেয়া কর থেকে যে আয় হয়, সরকার রাষ্ট্রের উন্নয়নে এই অর্থ ব্যয় করে। আমাদের দেশের সক্ষম অনেকে আয়কর দেয় না। দেশের মোট সক্ষম জনসংখ্যার অনুপাতে মাত্র ৩০ লাখ করদাতার সংখ্যাটি নিতান্তই হতাশাব্যঞ্জক। দেশের উন্নয়নের স্বার্থে আয়করদাতার সংখ্যা বাড়াতেই হবে। দেশের অর্থৈনতিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আয়কর প্রদান ও আদায়ের হার বৃদ্ধি করতে হবে। যাদের আয়সীমা কর দেয়ার মধ্যে রয়েছে, তাদের উচিত সময়মতো কর পরিশোধ করা। কর ফাঁকি কিংবা কর দিতে অনীহা দেশের জন্য মঙ্গলজনক নয়। মূলত যাদের মধ্যে কর ফাঁকি দেয়ার প্রবণতা রয়েছে, তারা রাষ্ট্রকে ফাঁকি দিচ্ছেন না, আদতে নিজেকেই ফাঁকি দিচ্ছেন।